ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুষ্টুমি বুঝল না কুমির, কেড়ে নিল যুবকের প্রাণ


গো নিউজ২৪ প্রকাশিত: মার্চ ২৫, ২০১৭, ০৯:২২ পিএম
দুষ্টুমি বুঝল না কুমির, কেড়ে নিল যুবকের প্রাণ

বরগুনার তালতলী’র সোনাকাটা ইকোপার্কে’র কুমিরের নিরাপত্তা বেষ্টনী’র ভেতরে গিয়ে অতি উৎসাহী পর্যটক আসাদুজ্জামান রনি (২৬) কুমিরের আক্রমনে মারা গেছে। সে পিরোজপুর জেলার মঠবাড়িয়া সদরের সবুজতলা গ্রামের গোলাম মোস্তফার একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আনুমানিক পৌনে একটার দিকে আসাদুজ্জামান রনি, খালাত ভাই আল-আমিন ও তার বন্ধু আবু সালেহ পরিবার নিয়ে সোনাকাটা ইকোপার্ক ভ্রমনে আসে। তারা কুমিরের বেষ্টনীর নিকট যায়। নিরাপত্তা বেষ্টনীর বাহিরে অপেক্ষা করে কুমির না দেখতে পেয়ে তিন জন মিলে নিরাপত্তা বেষ্টনীর ভেতরে প্রবেশ করে। পরে পুকুরের পানিতে হাত দিয়ে নাড়াচাড়া করলে তীরে ওৎপেতে থাকা কুমির গিরি (পুরুষ) থাবা দেয়। এতে আসাদুজ্জামান রনির হাত কুমির কামড়ে ধরে পুকুরে নিয়ে যায়। অপর দু’জন জীবন রক্ষায় দ্রুত বেষ্টনের বাহিরে চলে আসে। এ সময় রনি জীবন বাচাঁতে চিৎকার শুরু করলে উদ্ধার করার কোন ব্যবস্থা ছিল না। আধা ঘন্টা পরে কুমির গিরি রনিকে মুখে নিয়ে পুকুরের চারদিকে ঘুরতে থাকে। এক সময় কুমির রনিকে ছেড়ে দেয়। তখন রনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। বেলা সাড়ে তিনটায় কোষ্ট গার্ড ও তালতলী থানার পুলিশ এবং স্থানীয় জনগন রশির সঙ্গে নোঙ্গর (গেরাফী) বেধেঁ দেশীয় পদ্ধতিতে আসাদুজ্জামান রনিকে পুকুর থেকে উদ্ধার করে।

উল্লেখ্য, সোনাকাটা ইকোপার্কে কুমির বেষ্টনীতে গিরি ও ছকিনা নামে দু’টি কুমির রয়েছে। নিহত আসাদুজ্জামান রনির পিতা গোলাম মোস্তফা পিরোজপুর জেলার মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী। পুলিশ লাশ উদ্ধার করেছে। তালতলী ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার তৌছিফ আহম্মেদ ও ফকিরহাটের কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ চন্দ্র হাওলাদার জানান, ময়না তদন্তের জন্য লাশ বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়