ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে কোচহীন ভারত


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৩, ২০১৭, ০৯:৪১ এএম
দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে কোচহীন ভারত

এই ক্যারিবিয়ান সফর দিয়েই ভারতের প্রধান কোচ হিসাবে যাত্রা শুরু হয়েছিল অনিল কুম্বলের। বছর ঘুরতে না ঘুরতেই ফের ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলতে নামছে ভারত। কিন্তু টিম ইন্ডিয়ার কোচের আসনে তিনি নেই। বাংলাদেশ সময় সন্ধ্যায় সন্ধ্যা ৭টা খেলা সম্প্রচার করা হবে।

অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ঝামেলার জেরে চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন ‘জাম্বো’। তাই কোচহীন পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে অভিযান শুরু করছে ভারতীয় দল। শুক্রবার প্রথম ম্যাচ পোর্ট অফ স্পেনে। এই সিরিজ বিরাট কোহলিদের কাছে রীতিমতো এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

সিরিজ জিতে গেলে কুম্বলে ইস্যুতে কোহলির ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা কিছুটা হলেও গৌণ হয়ে যাবে। আর যদি উলটোটা হয়, তবে সফল কোচকে ‘তাড়ানো’র জন্য অবধারিত ভাবে সমালোচকদের তোপের মুখে পড়তে হবে অধিনায়ককে। যদিও সেই সম্ভবনা অত্যন্ত কম। কারণ হেভিওয়েট ভারতীয় দলকে টক্কর দেওয়ার মতো রসদ আনকোরা এই ক্যারিবিয়ান ব্রিগেডের নেই।

অনিল কুম্বলের পদত্যাগ নিয়ে বিতর্ক অব্যাহত। তার ওপর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে লজ্জাজনক হারের ক্ষত এখনও শুকোয়নি। এই অবস্থায় শুক্রবার নতুন লড়াইয়ে নামছেন বিরাট কোহলিরা। তবে মাঠের বাইরের ঘটনা নিয়ে বিতর্ক থাকলেও, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ভারতের খুব বেশি চিন্তার কারণ নেই। চুক্তি সংক্রান্ত ঝামেলার জেরে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের হয়ে খেলছেন না ক্রিস গেইল, ডোয়েন ব্র্যাভো, কার্লোস ব্রেথওয়েটের মতো তারকারা। 

এই টিমে বড় নাম বলতে অধিনায়ক জেসন হোল্ডার ও স্পিনার দেবেন্দ্র বিশু। তাই তরুণরাই এই সিরিজে ক্যারিবিয়ান টিমের ভরসা। চলতি মাসের গোড়ায় আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে পিছিয়ে পড়ে কোনওক্রমে ১-১ ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে তাদের বিরুদ্ধে পরিষ্কার ফেভারিট হিসেবেই খেলতে নামছে ভারত। কুম্বলের অনুপস্থিতিতে ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার ও অধিনায়ক বিরাট কোহলিই যাবতীয় বিষয় দেখছেন। 

ওয়েস্ট ইন্ডিজে পা রাখার পর কোহলির শরীরি ভাষায় বিতর্কের ছাপ ধরা পড়েনি। বোঝাই যাচ্ছে, মাঠের বাইরে যাই ঘটে চলুক না কেন, তার প্রভাব টিমের ওপর পড়তে দিতে নারাজ ভারত অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে যাবতীয় বিতর্কে ইতি টানাই তাঁর লক্ষ্য। অনভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত মোটামুটি পূর্ণ শক্তির দল নিয়েই খেলতে নামছে। 

চ্যাম্পিয়ন্স ট্রফির টিম থেকে বদল ঘটেছে মাত্র দুটি। রহিত শর্মা ও জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়ার সুবাদে টিমে এসেছেন কুলদীপ যাদব ও ঋষভ পন্থ। বুমরাহ না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ না পাওয়া বাংলার পেসার মহম্মদ সামি দলে জায়গা পেতে পারেন। আর টপ অর্ডারে ফিরতে পারেন অজিঙ্কা রাহানেও। 

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ