ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দুর্দান্ত ফর্মে থাকা রোনালদোর পর্তুগালের মুখোমখি আজ চিলি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৮, ২০১৭, ০২:২৪ পিএম আপডেট: জুন ২৮, ২০১৭, ০৮:২৪ এএম
দুর্দান্ত ফর্মে থাকা রোনালদোর পর্তুগালের মুখোমখি আজ চিলি

দুর্দান্ত ফর্মে আছে সিআর সেভেন খ্যাত ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।  'এ' গ্রুপের চ্যাম্পিয়ন দল তারা।  গ্রুপ পর্বের শেষ খেলায় নিউজিল্যান্ডকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ইউরো চ্যাম্পিয়নরা। 

ফিফা কনফেডারেশন্স কাপের প্রথম সেমিফাইনালে রাশিয়ার কাজানে আজ রাতে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও চিলি। অন্যদিকে, 'বি' গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবেই সেমিতে উঠেছে চিলি।  শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।   

খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। 

পর্তুগাল ইউরো ফুটবলের বর্তমান রাজা। অন্যদিকে কোপা আমেরিকার মুকুট চিলির কাছে। দুই দল দুই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন। ‍দুই ‘চ্যাম্পিয়নদের’ লড়াই তাই আজ ভিন্ন আবহ, উত্তেজনা তৈরি করেছে ফুটবলপ্রেমীদের কাছে। 

স্বাগতিক রাশিয়া গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় কনফেডারেশনস কাপের উত্তেজনা অনেকটাই কম। স্টেডিয়ামের বাইরেও ফুটবলপ্রেমীদের ভিড় নেই। অনুশীলন পর্ব উন্মুক্ত থাকলেও তাতে দুই দলের গুটি কয়েক সমর্থক ছাড়া অন্য কেউ ছিল না। তবে আয়োজকদের দাবি সেমিফাইনাল ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। আয়োজকরা মনে করছেন, কাজান এরিনা কাজান স্টেডিয়ামে ফুটবলপ্রেমীদের ঢল নামবে।

দুই দল দীর্ঘদিন পর মুখোমুখি হতে যাচ্ছে। পর্তুগাল ও চিলি মোট ম্যাচ খেলেছে তিনটি। একটিতে জয় পর্তুগালের। বাকি দুটিতেই ড্র করেছে দুই দল। পর্তুগালের জয় পাওয়া ম্যাচটি হয়েছিল ১৯৭২ সালে। ৪-১ গোলে জিতেছিল পর্তুগিজরা।

২-২ এ মেক্সিকোর সঙ্গে যাত্রা শুরু করা পর্তুগাল গ্রুপের সেরা হয়ে সেমিফাইনালে নাম লিখায়। অন্যদিকে চিলি তাদের গ্রুপ থেকে রানার্সআপ হয়ে সেমিফাইনালের টিকিট পায়।

 গ্রুপ পর্বের মতো এ ম্যাচেও ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে তাকিয়ে থাকবে পর্তুগাল। তিন ম্যাচে দুটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোলও করিয়েছেন। সব মিলিয়ে তার মাঠের উপস্থিতিতে পাল্টে গিয়েছে পুরো পর্তুগালের চিত্র। পর্তুগালের রক্ষণভাগের প্রহরী পেপে আজ সেমিফাইনাল ম্যাচ মিস করতে যাচ্ছেন। কার্ড জটিলতায় তাকে আজ পাবে না পর্তুগাল।

দুই গোল পাওয়া রোনালদো দুটি গোলের অপেক্ষায় আছেন। জাতীয় দলের হয়ে ব্রাজিলের সুপারস্টার পেলে ৭৭ গোল করেছেন। পর্তুগালের জার্সিতে রোনালদোর গোল সংখ্যা ৭৫টি। আজই পেলেকে ছাড়িয়ে যাবেন সিআর সেভেন, রোনালদো ভক্তরা এমনটাই ভাবছেন। রোনালদোর রেকর্ডের রাতে প্রথমবারের মতো পর্তুগাল কনফেডারেশনস কাপের ফাইনালে উঠে কিনা সেটাই দেখার। রোববার টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল খেলবে জার্মানি-মেক্সিকো।


গো নিউজ২৪/এএইচ
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ