ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্দান্ত গতিতে ছুটছে অস্ট্রেলিয়া


গো নিউজ২৪ প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৭, ০৩:৫৮ পিএম আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৭, ০৯:৫৮ এএম
দুর্দান্ত গতিতে ছুটছে অস্ট্রেলিয়া

ইতোমধ্যে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে হেরেছে সফরকারী ভারত। তবে রোববার (২৪ সেপ্টেম্বর) বাঁচা-মরার লড়াইয়ে স্বাগতিক কোহলি বাহিনীর বিপক্ষে মাঠে নেমেছে  অস্ট্রেলিয়া।  

রোববার ভারতের হলকার ক্রিকেট স্টেডিয়ামে (ইনডোরে) বাংলাদেশ সময় দুপুর দুইটায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথ। 

ম্যাচটিতে অস্ট্রেলিয়ার পক্ষে ওয়ার্নারের সঙ্গে ওপেনিং করেন অ্যারণ ফিঞ্চ। শুরুতেই দুইজন বেশ ঠান্ডা মাথায় ব্যাট চালাতে থাকেন। প্রথম তিন ওভারে মাত্র ছয় রান তুলেন। যা দেখে হয়তো অনেক প্রশ্ন তুলেছেন, ভারতভীতি কাজ করছে না তো অস্ট্রেলিয়ার মাঝে? তবে চতুর্থ ওভার থেকে ঠিকই ব্যাট চালানো আরাম্ভ করেন ওয়ার্নার-ফিঞ্চ। আর সে যাত্রা থামে দলীয় ৭০ রানে। ভারতের উঠতি তারাকা হার্দিক পাণ্ডিয়ার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ওয়ার্নার। মাঠ ছাড়ার পূর্বে তার ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় ৪২। 

ওয়ার্নারে বিদায়ের পর মাঠে নামেন অধিনাযক স্মিথ। যোগ্য সঙ্গীকে পেয়ে তিনগুণ হারে জ্বলে উঠেন ফিঞ্চ। দ্রুত গতিতে রান তুলে হাঁকান ক্যারিয়ারের ১৮তম অর্ধশতক।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ২৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩৭ রান। 

টেস্টে শীর্ষে বিরাজ করার পাশাপাশি ওয়ানডে ফরম্যাটেও মগডালে 'মেন ইন ব্লু'। চলতি বছরে চ্যাম্পিয়নস ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স করে ফাইনাল খেলেছে ভারত। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা সফরে সিরিজ জিতেছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

শ্রীলঙ্কা সফরে টেস্টে ৪-০ ব্যবধানে জয়ের পর ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ করে ৫-০ করেছে কোহলি অ্যান্ড কোং। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিতে পারলে ওয়ানডে র‍্যাংকিংয়ের ১ নম্বর জায়গাটা ধরে রাখবে টিম ইন্ডিয়া। ইতোমধ্যেই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে কোহলিরা।

অষ্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, কার্টরাইট, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, স্টোইনস, মেথু ওয়েড, অ্যাগার, কেন রিচার্ডশন, প্যাট কামিন্স, নাথান কোল্টার নিল।

ভারতীয় একাদশ: রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, মানিশ পান্ডে, বিরাট কোহলি, কেদার যাদব, ধোনি, হার্ডিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদিপ যাদব, যুবেন্দ্র চাহাল, জাসপ্রিত ভুমরাহ।
গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ