ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দু’পায়ে রশি, রোদে দাঁড় করিয়ে শাস্তি!


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৭, ০৮:৩৩ পিএম
দু’পায়ে রশি, রোদে দাঁড় করিয়ে শাস্তি!

নারায়ণগঞ্জ: ছবিটা দেখে মনে হতে পারে ছেলেটি জাদু দেখানোর জন্য রেডি! বন্ধুদের বেঁধে দেয়া রশি কীভাবে খুলে মুক্ত হওয়া যায় তারই খেলা! কিন্তু না, এটা খেলা নয়। ক্লাস ফাঁকি দেয়ার শাস্তি। 

ঘটনাটা গত ২০ আগস্ট ঘটেছে নারায়ণগঞ্জ সদরে ফতুল্লার কমর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে। বুধবার (২৩ আগস্ট) ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।

শাস্তি পাওয়া ওই ছাত্রের নাম মাহফুজ। সে কমর আলী হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ও ফতুল্লার সস্তাপুর মোড় এলাকার জনৈক ব্যক্তির ছেলে। 

মাহফুজের সহপাঠী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২০ আগস্ট দুপুরে মাহফুজ স্কুলে না এসে সস্তাপুর মোড়ে কাজী স্টোরে কয়েকজনের সঙ্গে আড্ডা দেয়। ওই সময় তাকে দেখে ফেলেন কলেজ শাখার বাংলা বিভাগের প্রভাষক আল মামুন। এরপর তিনি মাহফুজকে ধরতে গেলে সে প্রভাষকের হাত থেকে পালানোর চেষ্টা করে।

পরে মাহফুজকে আটকে সোজা স্কুলে নিয়ে আসেন প্রভাষক আল মামুন। প্রথমে তার দুপায়ে শক্ত করে রশি বাঁধা হয়। তারপর স্কুল মাঠের প্রখর রোদে দাঁড় করিয়ে রাখা হয়।

মাহফুজকে শাস্তি দেয়ার এ দৃশ্য তার কোনো সহপাঠী মুঠোফোনে ধারন করে। পরে ফেসবুকে ছেড়ে দেয়। এরপরই তা ভাইরাল হয়। ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবকরা। পরদিন থেকে ওই ছাত্রকে স্কুলে পাওয়া যায়নি।

স্কুল মাঠে প্রখর রোদে..

বিধি অনুযায়ী কোনো ছাত্রকে শারীরিক ও মানসিক নির্যাতন করায় নিষেধাজ্ঞা থাকলেও কেন মাহফুজকে নির্যাতন করা হয়েছে? এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত প্রভাষক আল মামুন বলেন, স্কুল ফাঁকি দিয়ে আড্ডা মারায় মাহফুজকে ধরে এনে রোদে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হলেও তার পা বাঁধা হয়নি। ওই ছবিটি এডিট করা।

জানতে চাইলে কমর আলী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র নাথ ভদ্র জানান, ঘটনার সময়ে তিনি স্কুলে ছিলেন না। পরে শুনেছেন। তবে ঘটনাটি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য রয়েছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর ড. শিরীন বেগম জানান, ঘটনাটি তিনি জানেন না। তবে এ সম্পর্কে খোঁজ খবর নিবেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফি জানান, ঘটনাটি তার জানা নেই। মঙ্গলবার তিনি ছুটিতে আছেন। বুধবার অফিসে এসে বিস্তারিত খবর নিবেন। তবে শিক্ষা অফিসার বলেন, সরকারি ভাবে নির্দেশ আছে কোনো ছাত্রকে শারিরীক ও মানসিক নির্যাতন করা যাবে না।

গোনিউজ২৪/এন

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা