ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই জন হাইপ্রোফাইল কোচের সন্ধান পেয়েছে বিসিবি!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৭, ১২:৩৩ পিএম
দুই জন হাইপ্রোফাইল কোচের সন্ধান পেয়েছে বিসিবি!

গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের বৈঠকেই বাংলাদেশের নতুন প্রধান কোচের নামটা চূড়ান্ত হয়ে যেতে পারতো। তবে, বৈঠকের আগে বিশ্বের বেশ কয়েকজন নামিদামি কোচ টাইগারদের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন!

একারণে বেশ বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আপাতত একজনের কথা ভেবে রেখেছে বিসিবি। তবে আরো দুজনের সাথে কথা বলে তবেই সিদ্ধান্ত নিতে চায় বিসিবি। এই যাচাই বাছাইয়ের সুযোগটা কোনো ভাবেই ছাড়তে চায়না বাংলাদেশ ক্রিকেট বোর্ড!

টাইগারদের প্রধাণ কোচের ফাঁকা জায়গা কবে নাগাদ পূরণ করা হবে তা এখনও অনিশ্চিত। এমন হতে পারে সামনের মাসে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের আগেই সব ঠিক হয়ে যেতে পারে। তবে, কোচের দলের সঙ্গে যোগ দেয়া বেশ সময়সাপেক্ষ ব্যাপার।

দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে বাংলাদেশের সফলতম কোচ চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগ পত্র দেওয়ার খবর পরে ঝাঁকি দিয়ে গেছে ক্রিকেট বিশ্বে। তারপর নতুন কোচ খোঁজা শুরু বিসিবির। জানুয়ারিতে শ্রীলঙ্কা সিরিজের আগে কোচের জন্য খুব একটা তাড়াহুড়া করছে না বিসিবি।

বোর্ড কর্তারা এরই মধ্যে রিচার্ড পাইবাস, ফিল সিমন্সদের সাক্ষাৎকার নিয়েছে। পাইবাসের ব্যাপারে ভেটো দিয়েছেন অধিনায়করা। সাথে কোচিং স্টাফ ও বিসিবির কয়েক পরিচালকও। সিমন্স বিসিবির পছন্দের তালিকায় থাকলেও নতুন দুটো বায়োডাটা পেয়েই বিসিবি পুরো বিষয়টি আবার নতুন করে ভেবে দেখতে চাইছে।

এই প্রসঙ্গে পাপন জানিয়েছেন, ‘আমরা এতদিন যতজনের সঙ্গে কথা বলেছি...রিচার্ড পাইবাস এসেছিলেন এবং আজকেও (রোববার) ফিল সিমন্স প্রেজেন্টেশন দিয়েছেন। সেটাও সবাই দেখেছেন। এছাড়াও সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে, আজকেও দুটি বায়োডাটা এসেছে। তারা আগ্রহ জানিয়েছে এবং তারা ভালো লেভেলের। হয়ত হেড কোচ না হলেও কোন না কোনভাবে তাদেরকে আমরা আনতে পারি।’ 

কোচের তালিকা সংক্ষিপ্ত করা প্রসঙ্গে পাপন বলেন, ‘গতকালকেও (শনিবার) দুটো বায়োডাটা পেয়েছি। কাজেই আমরা রেসপন্স পাচ্ছি। আমরা পুরোটাই আজকে বোর্ডে আপডেট করেছি। কে কে এভেইলেবল না তারা তো বাদ। অনেকের শর্তের সঙ্গে মেলে না, অনেকের টাইমের সঙ্গে মেলে না। তাই এই জিনিসগুলো করে শর্ট লিস্টেড নাম বোর্ডের কাছে এসেছে। এই বোর্ড মিটিং এর পরে আমরা আরও শর্ট লিস্টেড হয়ে গিয়েছি।’ 

আগামী কয়েকদিনের মধ্যেই কোচ প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারবেন বলেও আশাবাদী পাপন, ‘শুধু নতুন যে দুজন আজকে দিয়েছে এবং আরেকজন যার সঙ্গে মোটামুটি সবই ঠিক হয়ে গেছে। তার পারিশ্রমিক এবং কবে জয়েন করতে পারবে সেই জিনিসটা যতক্ষণ নিশ্চিত না হবে, সেটার জন্য আমাদের আরও কয়েকটা দিন সময় লাগতে পারে। বাকিদের সঙ্গে কথা বলে খুব শিগগিরই কয়েকদিনের মধ্যে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসব।’

নতুন দুজনের জন্যে কিছুটা সময় বিসিবি অপেক্ষা করবে বলেও আঁচ পাওয়া গেছে। তবে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি বিসিবি সভাপতি, ‘পরের সিরিজ শুরুর আগে আমরা যদি কাউকে ফাইনাল করতে না পারি কিংবা ফাইনাল করলাম সে হয়ত পরে আসল...এমনও হতে পারে যেমন একজন আছে যে বিগ ব্যাশ শেষ হওয়ার আগে আসতে পারছে না। সো ফেব্রুয়ারি ২৩ এ জয়েন করবে, তখন কি হবে?’

আসন্ন শ্রীলঙ্কা সিরিজে কোচ ছাড়াই মাঠে নামবে কিনা টাইগাররা! সে সিদ্ধান্তও হয়ে গেছে বোর্ড সভায়। পাপন জানিয়েছেন, 'সেটা নিয়েও আলাপ করেছি। (সেক্ষেত্রে) এই সিরিজের জন্য কাউকে হেড কোচ করার কোন দরকার নাই। কাউকে হয়ত এই সিরিজটার জন্য দায়িত্ব দিতে পারি। আমাদের এখন যারা আছেন রিচার্ড হ্যালসাল, সুনীল যোশি, কোর্টনি ওয়ালশ...তাদের নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হবে। এবং বোর্ড থেকে সুপারভাইজ করার জন্য কেউ থাকল।’

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ