ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দামুড়হুদায় পানিবন্দি শতাধিক পরিবার


গো নিউজ২৪ | চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৬, ২০১৭, ০১:০৮ পিএম আপডেট: জুলাই ২৬, ২০১৭, ০৭:০৮ এএম
দামুড়হুদায় পানিবন্দি শতাধিক পরিবার

টানা এক সপ্তাহের বিরামহীন বৃষ্টিতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় শতাধিক পরিবার। তলিয়ে গেছে ধান, বেগুন, ঝালসহ পটোলক্ষেত। গরু-ছাগল নিয়েও বিপাকে পড়েছে তারা। 

সময়মতো বাইরে বের হতে না পেরে দুর্ভোগ পোহাচ্ছেন খেটে খাওয়া সাধারণ মানুষেরা। দু’বেলা দু’মুঠো খাবারের জন্য যাদের প্রতিদিন কাজে বের হতে হয়, সে সকল খেটে খাওয়া মানুষদের ঘরে বসে অলস সময় পার করতে হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, দামুড়হুদা উপজেলা শহরের গ্রামীণ টাওয়ারের সামনের পিচরোডটি হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। ওই নোংরা পানি মাড়িয়ে এলাকার শত শত মুসল্লিদের মসজিদে নামাজ পড়তে যেতে হয়। কোমলমতি শিশু শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত করতে গিয়ে পড়তে হয় চরম সমস্যায়। সড়কটি বিগত কয়েক বছর ধরে খানাখন্দে ভরে নোংরা পানি জমে থাকলেও সংস্কারের নেই কোনো উদ্যোগ।

এলাকার সচেতন মহলের অনেকেই চরম ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ওই রাস্তা দিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিয়ত যাতায়াত করলেও কারো যেন কোনো মাথাব্যথা নেই। রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি তুলেছেন ভুক্তভোগী এলাকাবাসী। 

ভুক্তভোগীরা বলেছেন, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় তারা পানিবন্দি হয়ে পড়েছেন। তাছাড়া গৃহপালিত পশু গরু-ছাগল নিয়েও রয়েছেন বিপাকে। গরু-ছাগলের খাবারসহ থাকার জায়গা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন তারা।

দামুড়হুদা বাসস্ট্যান্ড পাড়ার মতিয়ার রহমান মতি বলেছেন, বাড়ির উঠোনসহ রান্নাঘরের মধ্যেই হাঁটু সমান পানি জমে রয়েছে। চারদিকে ঝোপঝাড়ে ভর্তি হয়ে ভয়ে ভয়ে রাত কাটাতে হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান বলেন, যে সমস্ত রাস্তা পানিতে তলিয়ে গেছে ওই সমস্ত রাস্তাগুলো জরুরীভিত্তিতে মেরামতের ব্যবস্থা নেয়া হবে। 

তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে মাথাভাঙ্গা নদীতে পানি বৃদ্ধি পেতে দেখা গেছে। এছাড়া চারদিক পানি জমে থাকায় বসতবাড়িতে সাপের উপদ্রব বৃদ্ধি পেতে পারে। 

সাপসহ মশামাছির হাত থেকে রক্ষা পেতে বাড়ির আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখার জন্য সকলকে পরামর্শও দিয়েছেন তিনি।

গো নিউজ২৪/পিআর


 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা