ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ত্রানের ট্রাক খাদে, প্রাণহানি বাড়ার আশঙ্কা


গো নিউজ২৪ | বান্দরবান প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৭, ০৪:০৬ পিএম আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৭, ১০:৪২ এএম
ত্রানের ট্রাক খাদে, প্রাণহানি বাড়ার আশঙ্কা

বান্দরবান: নাইক্ষ্যংছড়ি উপজেলায় রেডক্রিসেন্টের পণ্য ত্রাণবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৪ জন। আহতদের মধ্যে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা আমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি নাইক্ষ্যংছড়ি সীমান্তে বড়শন খোলায় রোহিঙ্গাদের অস্থায়ী ক্যাম্পে ত্রাণ নিয়ে যাচ্ছিল। 

নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক মেডিকেল অফিসার ডা. সালমান করিম খান জানান, আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জনকে নিয়ে আসা হয়েছে। আনার পরপরই তিনজন মারা গেছে। গুরুতর আহত একজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী ১৩জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। 

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী জানান, রেডক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাকটি নাইক্ষ্যংছড়ি থেকে আমতলি এলাকায় পৌছার পর চালক নিয়ন্ত্রণ হারায়।

ট্রাকটি খাদে পড়ে ঘটনাস্থলে ছয়জন মারা যায়। নিহত ও আহতরা সবাই শ্রমিক। এদের সবার বাড়ি নাইক্ষ্যংছড়িতে। 

নিহতরা হলেন, আব্দুল্লাহ (১৮), আব্দুল জলিল (৪০), সুরত আলম (৩৫), ছৈয়দুল আমিন (৩২), মো. আব্দুল্লাহ (১৬), মামুনুল হাকিম (৩২)। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর মারা গেছে সুলতান আহমদ (৪৫), আব্দুল মাবুদ (৫০) ও সুদর্শন বড়ুয়া (৫০)।  

বান্দরবান জেলা প্রশাসক দিলিপ কুমার বণিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রেডক্রিসেন্টের ত্রাণ পণ্যবাহী ট্রাকটি নাইক্ষ্যংছড়ি থেকে বড়শন খোলায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে যাচ্ছিল। এ ঘটনায় এ পর্যন্ত নয়জন নিহত হয়েছে। 

এদিকে, নিহতদের পার্বত্য প্রতিমন্ত্রীর পক্ষ থেকে প্রত্যেককে ১০ হাজার এবং জেলা প্রশাসক থেকে ১০ হাজার করে প্রতিজনকে ২০ হাজার টাকা দেয়া হয়।

গোনিউজ২৪/পিআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা