ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিনে ইমরুল, কোথায় খেলবেন মুমিনুল?


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: আগস্ট ২২, ২০১৭, ০৮:৫৭ পিএম
তিনে ইমরুল, কোথায় খেলবেন মুমিনুল?

অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া বিপক্ষে প্রথম টেস্ট দলে জায়গা পেয়েছে মুমিনুল হক। তবে এখনও মূল একাদশে তার জায়গা পাওয়া নিয়ে  শঙ্কা রয়েছে। হয়তো বা দলের নির্ভরযোগ্য এ বাঁহাতি ব্যাটসম্যানকে দ্বাদশ খেলোয়াড় হিসেবে শেষ পর্যন্ত পানিও টানতে হতে পারে।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) জানা  যায় কোচ ও টিম ম্যানেজমেন্ট চাইছে  ইমরুল কায়েসকে তিন নম্বর পজিসনে খেলানোর।  আর বিষয়টি নিশ্চিত করেছেন খোদ ইমরুল কায়েস নিজেই। 
কলম্বোতে অনুষ্ঠিত সবশেষ টেস্টে তিনে ব্যাট করেছিলেন ইমরুল। 

সেবার (বাংলাদেশের শততম টেস্ট)  প্রথমবারের মতো টেস্টের একাদশ থেকে বাদ পড়েছিলেন তিন নম্বরে আস্থার প্রতীক মুমিনুল। মিরপুর টেস্টে যে তেমন কিছুই হতে যাচ্ছে তার ইঙ্গিত পাওয়া গেছে ইমরুলের কথায়।

‘সবশেষ টেস্ট ম্যাচ, যেটা শ্রীলঙ্কায় খেলেছি, সেখানেও কিন্তু আমি তিনে ব্যাটিং করেছি। আমি আসলে কোচের সাথে কথা বলেছি, কোচ আমাকে বলেছেন তিনে ব্যাটিং করার জন্য। নেটে সেভাবেই ব্যাটিং করছি। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটেও তিন নম্বরে ব্যাটিং করেছি। ওপেনার থেকে তিন নম্বরে ব্যাটিং করা কঠিন, তবে মানিয়ে নিতে হচ্ছে।’

৯ বছরের ক্যারিয়ারে ২৮টি টেস্ট খেলেছেন ইমরুল। ওপেনার হিসেবে নেমেছেন ২৫ টেস্টে। ২০১৪ সাল থেকে ২০১৭ এই তিন বছরে তিন টেস্টে তিন নম্বরে ব্যাট করেছেন। ওপেনার হয়ে তিনে ব্যাট কঠিন মনে করলেও টিম ম্যানেজমেন্টের চাওয়াই মানতে হচ্ছে তাকে।

‘আমি যখন ব্যাটিংয়ে নামার জন্য প্যাড পরে বসে থাকি, তখন নিজের মধ্যে অস্থিরতা কাজ করে, কখন মাঠে যাবো। এটা আসলে মানিয়ে নিতে হয়। তামিমকে যদি দেন, ও পারবে না (ওপেনিং থেকে হঠাৎ তিনে)। একটা সময় আমিও পারতাম না। তারপরও মানিয়ে নিতে হচ্ছে। দলের জন্য, দলের প্রয়োজনে খেলতে হচ্ছে।’
 

প্রথম টেস্টের একাদশ কেমন হবে সেটি জানতে অবশ্য ম্যাচ শুরুর সকাল পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। তবে স্কোয়াডে মুমিনুল ফেরায় তিন নম্বরের জন্য লড়াই করতে হবে ইমরুলকে। এ প্রতিদ্বন্দ্বিতা কীভাবে দেখেন ইমরুল?

‘এটা ইতিবাচক দিক। টিমে খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা থাকলে সেটা ভালো। প্রতিযোগিতা বেশি থাকলে ম্যানেজমেন্ট সবচেয়ে ভালো খেলোয়াড়কে খেলানোর জন্য বেছে নিতে পারে। আমি বলবো এটা একটা ভালো দিক দলের জন্য এবং তারা পারফর্মও করবে।’

ইমরুল মনে করেন গেমপ্ল্যানের কারণেই তাকে তিনে বিবেচনা করা হচ্ছে, ‘আমার মনে হয় পরিকল্পনার কারণেই আমি তিন নম্বরে। ম্যানেজমেন্ট এটাই ভাবছে। সৌম্য ওপেনিংয়ে গত কয়েকটা ম্যাচে ভালো করেছে। এ কারণে কোচ ভেবেছেন আমাকে তিন নম্বরে খেলানোর।‘

এখন তিনের জন্য ইমরুলকে বলা হলেও সামনের সময়ের জন্য কোনো গাইডলাইন দেওয়া হয়নি। দেয়া হয়নি এই পজিশনে খেলে যাওয়ার নিশ্চয়তাও, ‘কিছু বলা হয়নি। এটি নির্ভর করছে আমার পারফর্মের ওপর। পারফর্ম করলে হয়তো তিনে থাকবো। সেটা না পারলে হয়তো দলেই থাকবো না।’
গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ