ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন বিশ্ব চ্যাম্পিয়নকে ছাড়িয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ


গো নিউজ২৪ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মে ২৫, ২০১৭, ০৮:০৭ পিএম
তিন বিশ্ব চ্যাম্পিয়নকে ছাড়িয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

প্রায় আড়াই-তিন বছর ধরে ওয়ানডে ক্রিকেটে দারুণ সাফল্য পাচ্ছে বাংলাদেশ। মূলত মাশরাফির হাত ধরে বেশ এগিয়ে যাচ্ছে টিম টাইগার। উন্নতির সাথে সাথে র‍্যাংকিংয়েও উন্নতি হচ্ছে টাইগারদের। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর র‍্যাংকিংয়ে সাত নম্বরে উঠে আসে বাংলাদেশ। এই অবস্থা ধরে রেখেছে গত বেশ কিছুদিন।

সদ্য শেষ হওয়া ত্রিদেশী সিরিজের দারুণ পারফর্ম করে র‌্যাংকিংয়ে ইতিহাস গড়া উন্নতি করেছে বাংলাদেশ। র‍্যাংকিংয়ে ছয়ে উঠে গেছে তারা। তাই ছাড়িয়ে গেছে তিন বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্টইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে। 

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে নামার আগে টাইগারদের রেটিং পয়েন্ট ছিল ৯১। আর র‍্যাংকিংয়ে সাতে ছিল তাদের অবস্থান। নিউজিল্যান্ডকে হারিয়ে মাশরাফিদের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৯৩। শ্রীলঙ্কার পয়েন্টও সমান। কিন্তু রেটিং পয়েন্টের ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে আইসিসি র‍্যাংকিংয়ে সাত নম্বরে চলে গেছে ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

শ্রীলঙ্কার পরে অষ্টম স্থানে আছে আরেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে এই স্থানে রয়েছে ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর পর নবম স্থানে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের বর্তমান রেটিং পয়েন্ট ৭৯।

নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে দারুণ এক জয় পেয়েই র‍্যাংকিংয়ে এমন উন্নতি হয়েছে বাংলাদেশের। কিউইদের সে ম্যাচে তারা হারিয়েছে সহজেই ৫ উইকেটে।  

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকা দলগুলো মূলত ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে। সে হিসেবে বাংলাদেশের বিশ্বকাপে সরাসরি খেলা প্রায় নিশ্চিত হয়ে গেছে।

গো নিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ