ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

তাসের ঘরের মতো ভেঙে চুরমার কোহলির বেঙ্গালুর


গো নিউজ২৪ প্রকাশিত: এপ্রিল ২৭, ২০১৭, ০৯:১৮ পিএম
তাসের ঘরের মতো ভেঙে চুরমার কোহলির বেঙ্গালুর

আইপিএলে ৩১তম ম্যাচে  টস হেরে গুজরাট লায়ন্সের বিপক্ষে ব্যাট করছে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর।

বৃহস্পতিবার বেঙ্গালুরের চেন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে বেঙ্গালুরকে ব্যাটিংয়ে পাঠায় গুজরাট। ম্যাচটিতে বেঙ্গালুরের হয়ে বিরাট কোহলি ও ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল ব্যাট হাতে ওপেনিংয়ে নামেন।  শুরু থেকে দু’জন বেশ সতর্কভাবে ব্যাট চালান। 

কিন্তু গুজরাটের পেসার তাই’র বিধ্বংসী বোলিংয়ে দলীয় ২২ রানের মাথায় লণ্ডভণ্ড হয়ে পড়ে বেঙ্গালুরের টপঅর্ডার। লজ্জা নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক বিরাট (১০)-গেইল (৮) ও ট্রাভিস (০)।

ঠিক এর আগেও কলকাতা নাইট রাইর্ডাসের বিপক্ষে এমনই লজ্জায় পড়েছিলেন কোহলিরা। তাই আজকের ম্যাচটিতে শুরু থেকে বেশ সতর্কতা অবলম্বন করেছিল দুই ওপেনার। কিন্তু তা আর হলো কই! তাসের ঘরের মতো ভেঙে পড়লো বেঙ্গালুরের উইকেট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে বেঙ্গালুরের সংগ্রহ ওভারে ৫৭ রান। মাঠে রয়েছেন ভিলিয়ার্স (৪ রানে) ও কেদার যাদব (৩১)।

আট ম্যাচের ২টিতে জিতে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে আছে রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু অপরদিকে সাত ম্যাচের ২ টিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আটে আছে গুজরাট লায়ন্স।

বেঙ্গালুর একাদশ: ক্রিস গেইল, বিরাট কোহলি, মানদ্বীপ সিং, এবি ডি বিলিয়ার্স, ট্রাভিস হেড, কেদার যাদব, পবন নেগি, স্যামুয়েল বাদ্রি, অরবিন্দ,  জুভেন্দ্র চাহালে, অনিকেত চৌধুরী।

গুজরাট একাদশ: ম্যাককলাম, অ্যারণ ফিঞ্চ, সুরেশ রায়না, দিনেশ কার্তিক, ঈশান কৃষাণ, রবিন্দ্র জাদেজা, জেমস ফকনার, অন্ড্রে তাই, বিশাল থাম্পি, নাথু সিং, আগারওয়াল।

গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ