ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তারপরও চলছে মুশফিক ‘শো’


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৭, ০৮:৩৬ পিএম
তারপরও চলছে মুশফিক ‘শো’

মুশফিক-ইমরুলের পার্টনারশীপ দেখে মনে হয়েছিল এই বুঝি অসম্ভবকে সম্ভব করে দেখাবে বাংলাদেশ। কিন্তু না হলো না! ২৮ ওভারের মাথায় ইমরান তাহিরের ঝুলানো বল খেলতে গিয়ে এবি ডি ভিলিয়ার্সের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফিরেন ইমরুল কায়েস।  মাঠ ছাড়ার আগে তার স্কোরকার্ডে যোগ হয় ৭৭ বলে ৬৮ রান। 

এ প্রতিবেদন লিখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩০.৩ ওভারে ১৭১ রান।  অর্থ্যাৎ জয় পেতে বাংলাদেশের চাই আরো ১৮৩ রান।  ব্যাট হাতে লড়ছেন মুশফিক (৫৩) ও মাহমুদউল্লাহ (০)।  

এদিকে সফরকারী দক্ষিণ আফ্রিকার  বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।  প্রোটিয়াদের রান পাহাড়ের জবাবে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। তবে এরপর তামিমের বিদায়ে হোঁচট খায় সফরকারীরা।  এরপর ব্যক্তিগত ১৪ রানে থেমে লিটনের ইনিংস।

তামিম-লিটন ফিরে গেলেও দলকে টেনে নিয়ে যাচ্ছেন ইমরুল কায়েস ও প্রথম ম্যাচে ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি করা মুশফিকুর রহিম।  এ প্রতিবেদন লিখা লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৮ রান।  মুশফিক ১৮ ও ইমরুল ৩৮ রান নিয়ে ব্যাট করছেন। 

ম্যাচটিতে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় টাইগার দলপতি মাশরাফি বিন মর্তোজা।  আমন্ত্রণ পেয়েই সমীকরণকে সহজ করে সহজাত ক্রিকেট উপহার দিয়ে ৩৫৪ রান সংগ্রহ  করে প্রোটিয়ারা।  প্রতিপক্ষকে পাহাড়সম টার্গেট দেয়ার দিনে ক্যারিয়ার সেরা স্কোর করেন এবি ডি ভিলিয়ার্স। 

যাই হোক, বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বলের সঙ্গে পাল্লা দিয়েই রান তুলছিলেন দুই ওপেনার। তবে অষ্টম ওভারে ধাক্কা খায় বাংলাদেশ। ডোয়াইন প্রেটোরিয়াসের করা অষ্টম ওভারের চতুর্থ বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তামিম। এরপর ইমরুলের সঙ্গে ক্রিজে যোগ দেন লিটন।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ