ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তামিল ছবির স্টাইলে স্বামীকে খুন!


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৭, ১১:৪৩ এএম
তামিল ছবির স্টাইলে স্বামীকে খুন!

প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করে জঙ্গলে ফেলে এল স্ত্রী। অ্যাসিড ঢেলে বিকৃত করা হল প্রেমিকের মুখ। তার পরে প্লাস্টিক সার্জারি করে হুবহু নিহত ওই ব্যক্তির মুখ পেয়ে গেল প্রেমিক। স্বামী রইল, অথচ পূরণ হয়ে গেল প্রেমিকের সঙ্গে সংসার পাতার স্বপ্ন। এই ছিল দক্ষিণের বিখ্যাত ছবি ইয়াবাদুর গল্প। ঠিক এমনটাই চেষ্টা করেছিলেন গৃহবধূ।

রূপালি পর্দা থেকে খুনের প্লটকে বাস্তবে নামিয়ে আনলেন তিনি। ছক মেনে সব এগোচ্ছিলও। তবে শেষটা আর মেলেনি। ছক ঘেঁটে গিয়ে গ্রেফতার হলেন ওই গৃহবধূ। ঘটনা ভারতের তেলেঙ্গানার নগরকুর্নুল জেলার। 

দেশটির পুলিশ জানায়, কয়েক বছর হল সুধাকর রেড্ডির সঙ্গে বিয়ে হয়েছিল স্বাতীর। কিন্তু স্বাতীর স্বপ্ন ছিল, প্রেমিক রাজেশের সঙ্গে সংসার করার। ওই অবস্থায় হঠাৎই উপায় বাতলে দেয় তেলুগু ছবি ‘ইয়েভারু’। সেই মতো রাজেশের সঙ্গে মিলে ঘুমন্ত স্বামীর মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করে খুন করেন স্বাতী। এরপর দেহটি পাশের জঙ্গলে ফেলে জ্বালিয়ে দেন তারা।

ছকের দ্বিতীয় ধাপ ছিল সুধাকরের মুখের আদলে রাজেশের মুখ বদলে ফেলা। পুলিশ জানায়, অ্যাসিড ঢেলে প্রথমে রাজেশের মুখ বিকৃত করেন স্বাতী। তারপর সুধাকরের পরিবারকে ফোন করে জানান, স্বামীর উপরে অ্যাসিড হামলা করেছে দুষ্কৃতীরা। খবর পেয়ে ছুটে আসেন নিহতের বাবা-মা। বড় হাসপাতালে শুরু হয় রাজেশের চিকিৎসা। প্লাস্টিক সার্জারির পিছনে ৫ লক্ষ টাকা খরচও করা হয়। 

এই পর্যন্ত সব ঠিকঠাক এগোচ্ছিল। পর্দা আর বাস্তবের মধ্যে ফারকটা টেনে দিলেন নিহত স্বামী সুধাকরের মা-বাবা। নকল ছেলের সঙ্গে কথা বলতে গিয়ে তারা স্পষ্ট বুঝতে পারেন কোথাও একটা গণ্ডগোল রয়েছে। পুলিশে খবর দেন তারা। তদন্তকারীকে তারা জানান, পুরনো কোনও কথাই বলতে পারছে না ছেলে। বদলে গিয়েছে তার ব্যবহার আচরণও।

এরপরই সুধাকরের বাবা-মা অভিযোগ জানালে জিজ্ঞাসাবাদের জন্য স্বাতীকে আটক করে পুলিশ। জেরার মুখে ষড়যন্ত্রের কথা স্বীকার করেন স্বাতী। জানান, যিনি হাসপাতালে ভর্তি, তিনি সুধাকর নন, তার প্রেমিক রাজেশ। এরপরই স্বাতীকে নিয়ে গিয়ে জঙ্গল থেকে সুধাকরের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের এক কর্তা বলেন, ‘‘ছবি দেখে কেউ এমন অপরাধ করছে, ভাবা যায় না।’’ তিনি জানান, রাজেশের অবস্থার উন্নতি হলে তাকেও হেফাজতে নেওয়া হবে।কলকাতা২৪

গো নিউজ২৪/এবি

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও