ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪ চৈত্র ১৪৩০

তামিমের ওপেনিং সঙ্গী এক ‘উপেক্ষিত’ ব্যাটসম্যান


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২০, ২০১৭, ০৪:২৫ পিএম আপডেট: জুলাই ২০, ২০১৭, ১২:০১ পিএম
তামিমের ওপেনিং সঙ্গী এক  ‘উপেক্ষিত’ ব্যাটসম্যান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হতে এখনো প্রায় ৩ মাস বাকি।  তার আগেই ফ্রাঞ্চাইজিগুলো দল সাজাচ্ছে মনের মতো করে।দলের মালিকানা পরিবর্তন, আইকন প্লেয়ার বাছাই কিংবা বিদেশি খেলায়াড় ভেড়ানোতে ব্যস্ত সবাই। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে বেশ কিছু পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। একাদশে বিদেশি খেলোয়াড় সংখ্যা বাড়ানো, দলের অবকাঠামোগত পরিবর্তনসহ বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। তাই একটু জটিলতায় পড়ে দলের প্রতি একটু ভালোভাবেই নজর দিচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো।  

তারই ধারাবাহিকতায় সাবেক চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সও নজর দিচ্ছে দল সাজানোতে।  আইকন প্লেয়ার পরিবর্তন ছাড়াও তারকা বিদেশি খেলোয়াড় দলে ভেড়ানোতে নিজেদের শক্তিমত্তা জাহির করছে দল। মাশরাফির বদলে এবার ওপেনার তামিম ইকবালকে আইকন হিসেবে নিচ্ছে দলটি।  

এদিকে দলটির হয়ে গত দুই মৌসুমে খেলা ওপেনার ইমরুল কায়েসকে নিয়ে দোটানায় পড়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নাফিসা কামালের দলটি বিপিএল দলে কায়েসকে রেখে দিতে চাইলেও গুঞ্জন উঠেছিল এবার আইকন ক্রিকেটারের ভূমিকায় দেখা যেতে পারে কায়েসকে।  যার ফলে জাতীয় দলের বাঁহাতি এ ব্যাটসম্যানের কুমিল্লার হয়ে বিপিএলের পঞ্চম আসরে খেলার সম্ভাবনা ক্ষীণ হয়ে ওঠার সম্ভাবনা জেগেছিল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ব্যাট হাতে ইমরুল।

অবশেষে দোটানা থেকে বেরিয়ে এসে এর সমাধান পেল বিপিএলের অন্যতম ফ্রাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসন্ন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সেই থাকছেন ইমরুল কায়েস বলে নিশ্চিত করেছে দলটি।  এ নিয়ে ভক্তদের উদ্দেশ্য করে নিজেদের সত্যায়িত করা ফেসবুকেও একটি ঘোষণা দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আসন্ন বিপিএলে কুমিল্লার হয়ে ফ্রাঞ্চাইজিটির নতুন আইকন ক্রিকেটার তামিম ইকবালের সাথে ইমরুল কায়েসকে ইনিংসের গোড়াপত্তন করতে দেখা যাবে জানিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষ থেকে বলা হয়, “বিপিএল মাতাতে আইকন খেলোয়ার তামিম ইকবালের সাথে ওপেনিং এ জুটি বাঁধবেন ২০১৫ বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রকারী ‘ইমরুল কায়েস’। বিপিএল এর ২০১৭ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের রিটেনশন খেলায়ার হিসাবে খেলবেন ইমরুল কায়েস, লিটন দাস, ও মোহাম্মদ সাইফউদ্দিন।”

প্রসঙ্গত, ব্যাট হাতে বার বার শক্তিমত্তার পরচয় দিলেও দলের কম্বিনেশনের অভাবে জাতীয় দলে উপেক্ষিত থাকতে হয় ইমরুল কায়েসকে। দীর্ঘ সময় ধরে তার জায়গাটা দখলে নিয়েছে সৌম্য সরকার।
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ