ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ, দুর্ভোগে যাত্রীরা


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, রাজশাহী প্রকাশিত: আগস্ট ২০, ২০১৭, ০৪:২৩ পিএম আপডেট: আগস্ট ২০, ২০১৭, ১০:২৩ এএম
ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

রাজশাহী: টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় পৌলি নদীর উপর নির্মিত রেলসেতুর একাংশের মাটি বন্যার পানিতে ধসে যাওয়ায় রাজশাহী থেকে ঢাকার রেল যোগাযোগ বন্ধ আছে। এতে চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। 

রোববার (২০ আগস্ট) দুপুরে রাজশাহী স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা থাকালেও বাতিল করা হয়েছে। অন্যদিকে রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ক্ষতিগ্রস্ত লাইনের ওপারে আটকা পড়েছে। উভয় দিকের যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। 

রাজশাহী রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট জিয়াউর আহসান জানান, সকালে সিল্কিসিটি ট্রেনটির সিডিউল ছিলো না। অপরদিকে বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিলো। লাইনের সমস্যার কারণে স্থগিত করা হয়েছে। যাত্রীরা স্টেশন এলাকায় এসে ফিরে যাচ্ছে। বিক্রিত টিকিটের অর্থ ফিরিয়ে দেয়া হচ্ছে। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস টেনটি জয়দেবপুর স্টেশনে যাত্রীসহ আটকা পড়েছে। যাত্রীদের নীলসাগর ট্রেনে শিফট করানো হয়েছে। ধূমকেতুর ট্রেনের যাত্রীদের নিয়ে নীলসাগর ট্রেন ঈশ্বরদী হয়ে রাজশাহীতে ঢুকবে। 

তিনি আরো বলেন, রেলা লাইনের সমস্যার কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য রেল কর্তৃপক্ষ দ্রুত সংঙ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সোমবারের মধ্যে লাইনটি চলাচলের উপযোগী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।  

এরআগে, টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় পৌলি নদীর উপর নির্মিত রেলসেতুর একাংশের মাটি বন্যার পানিতে ধসে যাওয়ায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা পার হয়। এরপরই মাটি ধসে যাওয়ার বিষয়টি নজরে আসে। 

গোনিউজ২৪/পিআর
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা