ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকার আরমানিটোলাবাসী আর্মেনিয়ায় বানালো ‘বাংলাদেশ’


গো নিউজ২৪ | অনলাইন ডেস্ক প্রকাশিত: জুলাই ২২, ২০১৭, ০৬:৫৭ পিএম আপডেট: জুলাই ২২, ২০১৭, ১২:৫৭ পিএম
ঢাকার আরমানিটোলাবাসী আর্মেনিয়ায় বানালো ‘বাংলাদেশ’

ইউরোপের একটি ছোট দেশ আর্মেনিয়া। জর্জিয়া ও আজারবাইজানের দক্ষিণ ককেশাস অঞ্চলে কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের স্থলযোজকের উপরে দেশটির অবস্থান। বাংলাদেশ নামে দেশটিতে দারুণ সাজানো সুন্দর একটি জেলা রয়েছে।

জেলাটির আসল নাম হচ্ছে ‘মালাতিয়া সেবাস্তিয়া’। অফিসিয়াল নাম এটি হলেও স্থানীয়দের কাছে ‘বাংলাদেশ’ হিসেবেই পরিচিত।
ধারণা করা হয়, আর্মানিটোলার একটি ঐতিহাসিক ধারা ভূমিকা রেখেছে ঢাকায়। অষ্টাদশ শতকে যারা ব্যবসা, বাণিজ্যসহ বিভিন্ন কারণে আর্মেনিয়ায় গিয়েছিলেন তারা সম্ভবত আর্মেনিয়ার ঐ স্থানটির ‘বাংলাদেশ’ নামকরণ করেন।

জানা গেছে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর আর্মেনিয়ার এই এলাকার নাম ‘বাংলাদেশ’ হিসেবে পরিচিতি পায়। দেশটির অন্যান্য এলাকা থেকে তুলনামূলক অনুন্নত, নিচু স্থানে অবস্থিত ও বাংলাদেশের মতো কিছুটা সবুজ অরণ্য ইত্যাদি মিলিয়ে জায়গাটির নাম বাংলাদেশ।

আর্মেনিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে পাকিস্তান স্বীকৃতি দিতে কার্পণ্য করার প্রতিবাদে এবং বাংলাদেশের স্বাধীনতার প্রতি সম্মান থেকেও এমন নামকরণ করা হতে পারে বলে ধারণা করা হয়।

প্রসঙ্গত, আর্মেনিয়ার রাজধানী ও বৃহত্তম শহর ইয়েরেভান। জাতিগত আর্মেনীয়রা নিজেদের “হায়” বলে ডাকে এবং আর্মেনিয়ার ৯০% লোক হায় জাতির লোক। ১৯২২ সালে এটি সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। ১৯৯১ সালে এটি স্বাধীনতা লাভ করে। তথ্যঃ সংগৃহীত।

গো নিউজ২৪/এএইচ

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী