ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ঢাকা অ্যাটাক’র তোপের মুখে ‘গহীন বালুচর’


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৭, ০৭:৫০ পিএম
‘ঢাকা অ্যাটাক’র তোপের মুখে ‘গহীন বালুচর’

এক ঝাঁক তরুণ-তরুণীদের নিয়ে নির্মিত হল সরকারি অনুদানের ছবি ‘গহীন বালুচর’। ২০ অক্টোবর ছবিটি মুক্তির কথা থাকলেও তা এখন পাচ্ছে না। মুক্তির মিছিল থেকে পিছিয়ে ছবিটি চলতি বছরের ২৯ ডিসেম্বর মুক্তি দেয়া হবে। গো নিউজকে এমন খবর নিশ্চিত করেছেন ছবির পরিচালক বদরুল আনাম সৌদ।

গহীন বালুচর ছবিটি মুক্তি পিছানোর কারণ জানতে চাওয়ায় গো নিউজকে তিনি বলেন, ‘আমাদের ছবির স্বার্থেই এমন সিদ্ধান্ত নিয়েছি। কারণ ‘ঢাকা অ্যাটাক’ এখনো সিনেমা হলে দর্শক টানছে। এর মধ্যে ‘গহীন বালুচর’ মুক্তি দিলে দর্শক দোটানায় পড়তে পারে। চলচ্চিত্রের স্বার্থে এমনটা করতে দেয়া যায় না।’

‘ডুব’ ছবির কথা তুলে ধরে তিনি আরও বলেন, তাছাড়া মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবিটি মুক্তি পাচ্ছে ২৭ অক্টোবর। অন্যদিকে ডিপজল অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটিও মুক্তি পাচ্ছে ২০ অক্টোবর। সব কিছু বিবেচনা করেই এমন সিদ্ধান্ত।

গেল ৯ জুলাই ‘গহীন বালুচর’ ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়ে। সেখানে কোন প্রকার কর্তন ছাড়াই ছবিটি ছাড়পত্র পায়। জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় ছবিটি প্রযোজনা করেছেন সাতকাহন ও ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল।

সরকারি অনুদানে সিনেমাটির কাহিনী, সংলাট ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। ‘গহীনের বালুচর’ সিনেমাটির মাধ্যমেই একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হতে যাচ্ছে নাট্য নির্মাতা বদরুল আনাম সৌদের।

মূলত তীরে থাকা চরবাসীদের প্রেম-ভালবাসার গল্প নিয়ে সাজানো হয়েছে ‘গহীন বালুচর’। ছবির মূল তিনটি চরিত্রে আছেন এক তরুণ এবং দুই তরুণী। আবু হুরায়রা তানভির, নীলাঞ্জনা নীলা ও জান্নাতুন নূর মুন। এই চরিত্রগুলোই জানান দিবে চরবাসীদের প্রেম ভালবাসার গল্প।
এ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে তানভির ও নীলার চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে। ২০১৪ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে পরিচিতি লাভ করেন নীলাঞ্জনা নীলা। অন্যদিকে তানভির ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক তৃতীয় বর্ষের অধ্যায়নরত শিক্ষার্থী। 

‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতায় ২০১৪ সালে দ্বিতীয় রানার আপ মুন এর আগে ‘চন্দ্রাবতী কথা’ এবং ‘কালেন পুতুল’ শিরোনামের দুটি ছবিতে অভিনয় করেন। তার এ ছবিগুলো এখনো মুক্তি অপেক্ষায় রয়েছে।

ছবি প্রসঙ্গে জানতে চাওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ছাত্রী মুন বলেন, ‘দারুণ এক গল্পে ছবির গহীন বালুচর। চরবাসীর জীবনবোধ আর প্রেম-ভালবাসাই এ ছবির প্রাণ। ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী। দর্শকদের মন জয় করবে ছবিটি।’  

এই তিন তরুণ-তরুণী ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, জিতু আহসান, আফরোজা বানু, শাহাদৎ হোসেন এবং রুনা খান। 

গো নিউজ ২৪/সামি/ এস কে  
 

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী