ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘ডুব’ এর প্রদর্শনী বন্ধে চিঠি পাঠাইনি: শাওন


গো নিউজ২৪ | গো বিনোদন ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০১৭, ০৮:৪৭ পিএম
‘ডুব’ এর প্রদর্শনী বন্ধে চিঠি পাঠাইনি: শাওন

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবি নিয়ে বিতর্ক শুরু হয়েছে গত বছরের শেষ থেকেই। এ সময় পত্র-পত্রিকায় খবর চাউর হয়ে ওঠে হুমায়ূন আহমেদের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। যদিও সেসময় মোস্তফা সরয়ার ফারুকী বিষয়টি নাকচ করে দেন। বিতর্ক-সমালোচনার মধ্য দিয়ে সেসময় বিষয়টি নিয়ে আলোচনা থিতিয়ে এলেও আবারো নতুন করে শুরু হয়েছে ‘ডুব’ বিতর্ক।

ছবিটি সম্প্রতি প্রিভিউ কমিটির ছাড়পত্র পেয়ে তথ্যমন্ত্রণালয়ের অনাপত্তি পত্রের জন্য অপেক্ষা করছে। তারপরেই জমা পড়বে সেন্সরবোর্ডে। 

এদিকে শোনা যাচ্ছে ছবিটির প্রদর্শনী বন্ধে সেন্সর বোর্ডে চিঠি পাঠিয়েছেন মেহের আফরোজ শাওন। বিষয়টি  নিশ্চিত করেছে সেন্সর বোর্ডের এক কর্মকর্তা।

এ প্রসঙ্গে মেহের আফরোজ শাওন বলেন, ‘‘আমার চিঠি ‘ডুব’ বন্ধের জন্য পাঠানো হয়নি। ছবিটি হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে বলে জানতে পেরেছি। অথচ তারা আমার কাছে কোনো অনুমতি নেয়নি। সে কারণে সেন্সরবোর্ডের কাছে আমি একটি চিঠি পাঠিয়ে অনুরোধ করেছি যে, সত্যিই যদি তারা হুমায়ূন আহমেদের জীবনী নিয়ে ছবি বানায় তাহলে যেন তারা তাদের মতো করে পদক্ষেপ নেয়। বলতে পারেন আমি আমার সন্দেহ থেকেই সতর্কতামুলক একটি চিঠি পাঠিয়েছি। সেটা প্রমাণিত হলে কি হবে না হবে তা সেন্সরবোর্ড সদস্যরাই ঠিক করবেন।’’

এ বিষয়ে জানতে চাইলে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘‘ডুব’ বন্ধে যে চিঠি পাঠানো হয়েছে সেটা আমাকে বিস্মিত করেছে। কারণ আমি কারো জীবনীগ্রন্থ বা কারো কোন বইয়ের গল্প থেকে এ চলচ্চিত্র বানাইনি। একটি মৌলিক গল্প নিয়ে এ চলচ্চিত্রটি নির্মাণ করেছি। সেন্সরবোর্ডের কোনো নীতিমালা লঙ্ঘন করে বানাইনি।’’

ফারুকী শিগগিরই একটি অফিসিয়াল বিবৃতি প্রদান করবেন বলেও এই প্রতিবেদককে জানিয়েছেন।

এদিকে ছবিটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘‘শাওন সেন্সরবোর্ডে চিঠি পাঠিয়েছেন সেটা আমরা জেনেছি। তবে ছবিটি নিয়ে তার সন্দেহ ঠিক নয়। এটা একেবারে মৌলিক একটি গল্প নিয়ে বানানো হয়েছে। সেখানে হুমায়ূন স্যারের গল্পের সঙ্গে মিলে যাওয়াটা হবে কাকতালীয়।’’

শাওনের চিঠির প্রেক্ষিতে ছবির সেন্সর পেতে কোন সমস্যা হবে কিনা জানতে চাইলে আজিজ বলেন, ‘‘সেটা আমি বলতে পারছি না। এটা একান্তই সেন্সরবোর্ডের ব্যাপার। তারা কি সিদ্ধান্ত নিবে সেটা তারাই জানে।’’

উল্লেখ্য যৌথ-প্রযোজনার এ ছবিতে বলিউড অভিনেতা ইরফান খানের সঙ্গে জুটি বেঁধেছেন তিশা। এ ছাড়াও ভারতের পার্ণো মিত্র, দেশের রোকেয়া প্রাচীসহ আরও অনেকই অভিনয় করেছেন।
গোনিউজ২৪/এম

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী