ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডাকাতিসহ হত্যাকাণ্ডে জড়িত ৫ জনকে গ্রেপ্তার


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৭, ১১:২৫ এএম
ডাকাতিসহ হত্যাকাণ্ডে জড়িত ৫ জনকে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও সরাইলের পৃথক দুটি স্থানে ডাকাতিসহ দুই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) রাত থেকে বুধবার (২২ নভেম্বর) ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির সময় লুট করা বিভিন্ন মালামাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির আশুগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামের আব্দুর রহমান মিয়ার ছেলে আব্দুল হক, সুলেমান মিয়ার ছেলে আবু তালেব সুমন, বাদল মিয়ার ছেলে সাইফুল ইসলাম, জেলার সরাইল উপজেলার কালিকচ্চ এলাকার লক্কু মিয়ার ছেলে জাকির হোসেন, শাহজাহান মিয়ার ছেলে আলমগীর হোসেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ১৩ নভেম্বর দিবাগত রাতে আশুগঞ্জ থানার বাহাদুরপুর তালশহর রাস্তায় ডাকাতরা একটি পিকআপ ভ্যানে থাকা ৭০ পিস চৌকাঠ দরজা লুট করে নিয়ে যায়। এসময় গাড়িতে থাকা দেওয়ান এন্টার প্রাইজের ম্যানেজার কামাল আহাম্মেদকে হত্যা করে ডাকাতরা। এদিকে ১৮ নভেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা এলাকা থেকে ডাকাতরা একটি মাছ বোঝাই ট্রাক লুট করে নিয়ে যায়। এসময় মাছের মালিক রফিক মিয়াকে ছুরিকাঘাত করে হত্যা করে ডাকাতরা।

এসব ঘটনায় জড়িত থাকার অপরাধে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রাম থেকে আবু তালেব সুমনকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যমতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আরও ৪ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেয়া তথ্যমতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ নভেম্বর দিবাগত রাতে আশুগঞ্জ থেকে লুট হওয়া ৭২ পিস চৌকাঠ দরজা ও ১৮ নভেম্বর সরাইল থেকে লুট হওয়া মাছবিক্রির ১ লাখ ৪ হাজার ৬৯৫ টাকা উদ্ধারসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার সরাইল সার্কেল মো. মনিরুজ্জামান ফকির জানান, লুট হওয়া সকল মালামাল উদ্ধারসহ দুটি ঘটনায় সরাসরি জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তাদের সাথে জড়িত আরও যারা আাছে তাদের গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। 

গোনিউজ/এমবি
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা