ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কুপিয়ে হত্যা, আটক-৩


গো নিউজ২৪ | রফিকুল ইসলাম(সুজন),ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৪, ২০১৭, ০৫:৩৪ পিএম আপডেট: জুলাই ২৪, ২০১৭, ১১:৩৪ এএম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কুপিয়ে হত্যা, আটক-৩

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বিশ্রামপুর (নয়াবন্দর) গ্রামের খলিলুর রহমান (৫০) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৪ জুলাই) আনুমানিক রাত ১২টায় বিশ্রামপুর (নয়াবন্দর) ভূট্টা ক্ষেতে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান ইদ্রিশ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, খলিলুর রহমানকে আনুমানিক রাত ১২টায় মোবাইল ফোনে ডেকে নিয়ে পার্শ্ববর্তী ফাঁকা মাঠের ভূট্টা ক্ষেতে পাশবিক নির্যাতন চালিয়ে মাথায় ও গলায় ৫/৬ টি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করার পর ৫শ গজ দূরে দানেশ মিলারের গরু ফার্মের পিছনে বাঁশ ঝাড়ের পার্শ্বে ফেলে পালিয়ে যায়। যাওয়ার সময় নিহতের মোবাইলের সিম ফেলে মোবাইল ফোনটি নিয়ে যায়।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধ থাকায় এ হত্যাকান্ড হতে পারে। তবে পুলিশ সন্দেহজনক ভাবে এ সংবাদ লেখা পর্যন্ত ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটককৃতরা হলো বিশ্রামপুর গ্রামের মৃত দানেশ আলীর ছেলে আকবর আলী (৪০), আইজুল হকের ছেলে আব্দুর রহিম (২৮) ও দরশতুল্লার ছেলে আব্দুস সুভান (৫০)।

এদিকে জানা যায়, নিহত খলিলুর রহমান অত্র এলাকার সহজ সরল ও নিরীহ মানুষ ছিলেন, তার সাথে তেমন কারো শত্রুতা ছিল না। জমিজমার জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে এলাকাবাসী জানান।

তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ান লালন আহমেদ ও সিনিয়র সহকারী পুলিশ সুপার হাসিবুল ইসলাম।

এ ব্যাপারে বালিয়াডাঙ্গী অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের কাছে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তা সম্ভব হয়নি।

গো নিউজ২৪/এএইচ

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা