ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টেলিভিশনে নিয়োগ পেলেন পারভেজ মুশাররফ


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ০৭:২৬ পিএম
টেলিভিশনে নিয়োগ পেলেন পারভেজ মুশাররফ

ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ অবসর সময় কাটানোর জন্য পেশা হিসেবে বেছে নিলেন দেশটির মূলধারার একটি গণমাধ্যমকে।  দেশটির বেসরকারি টেলিভিশন বোল টিভি’র সাপ্তাহিক একটি অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে তাকে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।  

রোববার বোল টেলিভিশন কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকের পেইজে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। 

বোল টেলিভিশনের প্রচারণামূলক এক ভিডিওতে বলা হয়েছে, সাপ্তাহিক অনুষ্ঠান ‘সাব চে পেহলে পাকিস্তান উইথ প্রেসিডেন্ট মুশাররফ’ প্রত্যেক রোববার রাত ৮টায় প্রচারিত হবে। 

রোববার পারভেজ মুশাররফের ওই অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচারিত হয়েছে। এতে দেখা যায়, দুবাইয়ে স্বেচ্ছা নির্বাসনে থাকা মুশাররফ অনুষ্ঠান উপস্থাপকের এক প্রশ্নের জবাব দিচ্ছেন। 

গত বছরের মার্চে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নেতৃত্বাধীন সরকার চিকিৎসার জন্য পারভেজ মুশাররফকে বিদেশ ভ্রমণের অনুমতি দেয়। এর আগে তার বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা বাতিল করে দেন দেশটির একটি আদালত। 

তবে ২০০৭ সালে পাকিস্তানের সংবিধান রহিত করে জরুরি অবস্থা জারির অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয় দেশটির আদালতে। আদালতে নিষেধাজ্ঞা বাতিল হয়ে যাওয়া ও তার বিদেশ ভ্রমণের অনুমতি দেয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে পাকিস্তানে। 

২০১৬ সালের ৮ ডিসেম্বর পাকিস্তানের একটি আদালত পারভেজ মুশাররফকে আত্মসমর্পনের নির্দেশ দেন। ২০০৭ সালের নভেম্বরে জরুরি অবস্থা জারির দায়ে দেশটির সুপ্রিম কোর্টের ৬০ বিচারক ওই নির্দেশ দেন। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে অপরাধী হিসেবে ঘোষণা দেয়া হবে বলেও সতর্ক করেন আদালত।

গোনিউজ২৪/এম

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও