ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টিপু হত্যায় ৮ জনের ফাঁসি, ১১ জনের যাবজ্জীবন


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৭, ০৬:৪২ পিএম আপডেট: আগস্ট ২৩, ২০১৭, ১২:৪২ পিএম
টিপু হত্যায় ৮ জনের ফাঁসি, ১১ জনের যাবজ্জীবন

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরের আলোচিত টিপু সুলতান হত্যা মামলায় ৮ জনের ফাঁসি ও ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- সুধাংশু সূত্রধর, সুভাষ সূত্রধর, এরশাদ আলী, আব্দুল মালেক ওরফে মালু, আতাউর রহমান, আবুল কাশেম, আবু লাল ও মোশারফ হোসেন। এর মধ্যে সুধাংশু, সুভাষ ও আব্দুল মালেক আদালতে উপস্থিত ছিলেন।

অপরদিকে, যাবজ্জীবনপ্রপ্তরা হলেন- হরমুজ আলী, মোস্তাক আহমেদ, জানু মিয়া, শানু মিয়া, জাবেদ মিয়া, জহির মিয়া, বকুল মিয়া, আমির আলী, দুলাল মিয়া, সায়েদ মিয়া ও কামাল মিয়া। এদের মধ্যে শুধু সায়েদ মিয়া আদালতে উপস্থিত ছিলেন।

আর অভিযোগ প্রমাণ না হওয়ায় যারা খালাস পেয়েছেন তারা হলেন- শাহ আব্দুল গণি, আবু মিয়া ও আব্দুল মজিদ। এর মধ্যে আদালতে উপস্থিত ছিলেন শাহ নুরুল গণি।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ২০১১ সালের ৭ জানুয়ারি জেলার মাধবপুর উপজেলার মনতলা (মেরাচানি) এলাকার রেলওয়ে স্টেশনের কর্মকর্তা মহসিনের ছেলে ব্যবসায়ী টিপু সুলতানের বাড়িকে রাতের আঁধারে একদল লোক প্রবেশ করে। পরে টিপু সুলতানকে তাকে হত্যা করে তারা পালিয়ে যান।

এ ঘটনার পর নিহতের স্ত্রী হাসিনা আক্তার বেবী বাদী হয়ে ২৪ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

গোনিউজ২৪/এন

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা