ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টিতে ফিরলেন মুমিনুল-নাসিরসহ ৫ জন


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৭, ০৮:২৩ পিএম
টি-টোয়েন্টিতে ফিরলেন মুমিনুল-নাসিরসহ ৫ জন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রীতিমত ধরাশায়ী হচ্ছে বাংলাদেশ দল।  ইতোমধ্যে টেস্ট সিরিজ হেরেছে সফরকারীকরা। ওয়ানেডেও হারের অপেক্ষায়।  এতসব দোটানার মাঝে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার আগেই টি-টোয়েন্টি জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সবচেয়ে মজার তথ্য হালো, দীর্ঘ ৫ বছর পর টি-টুয়েন্টি স্কেয়াডে জায়গা পেয়েছেন টেস্ট স্পেশালিষ্ট মুমিনুল হক।  ঘরের মাঠে ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষবার টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন তিনি।  এছাড়া তার সঙ্গে ফিরেছেন নাসির হোসেন, লিটন কুমার দাস, শফিউল ও সাইফ।  

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ঘোষিত টি-টোয়েন্টি দল থেকে ৭ ক্রিকেটার পরিবর্তন এসেছে এতে। শ্রীলঙ্কাতেই টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এ সংস্করণের তৎকালীন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাই স্বাভাবিকভাবেই দলে নেই তিনি। যদিও দক্ষিণ আফ্রিকায় তাকে ফেরার জন্য অনুরোধ জানিয়েছিলেন বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ হাথুরুসিংহে। মাশরাফি ছাড়াও শেষ সিরিজ থেকে বাদ পড়েছেন আরও ৬ ক্রিকেটার।

ওয়ানডে সিরিজের আগেই হঠাৎ করে ইনজুরিতে পড়েছিলেন মোস্তাফিজুর রহমান। এরপর সে তালিকায় যোগ দেন তামিম ইকবাল। যদিও টেস্ট সিরিজেই ইনজুরিতে ছিলেন তিনি। দেশের দুই সেরা ক্রিকেটারকে টি-টুয়েন্টিতে পাচ্ছেনা বাংলাদেশ। আর ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের আগেই চোখের ইনজুরিতে পড়া মোসাদ্দেক হোসেন সৈকতও নেই দলে। এছাড়াও বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম ও শুভাশিস রায়।

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল হোসেন, তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন।
গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ