ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টানা বৃষ্টিতে সরাইলে ইটভাটার ৪ কোটি টাকার ক্ষতি


গো নিউজ২৪ | আল মামুন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৭, ১২:৩৩ পিএম
টানা বৃষ্টিতে সরাইলে ইটভাটার ৪ কোটি টাকার ক্ষতি

অগ্রহায়ন মাসের শুরু থেকেই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৩৮টি ইটভাটায় পুরোদমে চলছে ইট তৈরীর কাজ। প্রত্যেক ভাটায় ২০-৩০ লাখ কাঁচা মাল ছুলায় (আগুনে) দেওয়ার অপেক্ষায়। ঠিক সেই মূহুর্তে অসময়ের বৃষ্টি। গত শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ১০টা থেকে জেলা সহ সরাইল উপজেলায় হালকা থেকে মাঝারি ধরনের বিরামহীন বৃষ্টি কেড়ে নিয়েছে ভাটার মালিকদের মুখের হাঁসি। অনেকের চোখে মুখেই দেখা দিয়েছে বিষাদের চাপ। মালিকদের দেয়া তথ্যে শুধু সরাইল উপজেলায় ৪ কোটি টাকারও অধিক ক্ষতি হয়ে গেছে। রবিশস্যের চিন্তায় অশান্তি ও অস্থিরতা বিরাজ করছে এখানকার কৃষকদের মাঝেও। 

সরেজমিনে সরাইলের বিভিন্ন ইটভাটা ঘুরে জানা যায়, অধিকাংশ ইটভাটায় প্রথম রাউন্ডের ইট পুড়া হয়ে গেছে। ছুলার ভেতর থেকে বের করার কাজ চলছে। আবার কিছু ভাটায় পুড়ার কাজ চলছে। অনেক ভাটায় কাঁচা ইট গুলো সাজিয়ে রেখেছেন ছুলায় দেওয়ার অপেক্ষায়। দ্বিতীয় রাউন্ডের লাখ লাখ ইটাও প্রস্তুত হয়ে আছে বেশ কয়েকটি ভাটায়। আর এমন সময় বাঁচা ইটের অভিশাপ হয়ে আকাশ থেকে ঝড়ছে বৃষ্টি। 

গত শুক্রবার সারাদিন আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সন্ধ্যা পর্যন্ত সরাইলের কোথাও রোদের দেখা মিলেনি। রাত ১০টা থেকে শুরু হয়ে যায় বৃষ্টি। ইটভাটার শ্রমিকরা তখন সারা দিনের কাজ শেষ করে ঘুমোচ্ছিল। কেউ পলিথিন দিতে পেরেছেন। কেউ পারেননি। অনেকে সকালে ঘুম থেকে দেখেন সারা রাতের হালকা থেকে মাঝারি ধরনের বিরামহীন বৃষ্টিতে ভাটার লাখ লাখ ইটা গলে মাটির সঙ্গে মিশে গেছে। কেড়ে নিয়েছে মালিকদের স্বপ্ন। কেউ ব্যাংক থেকে চড়া সুদে অনেকে মহাজনী সুদে টাকা এনে ভাটায় ইট উৎপাদন শুরু করেছেন। ইট বিক্রি করে সেই টাকার দায় পরিশোধ করবেন। সব কেড়ে নিয়েছে অসময়ের এ বৃষ্টি। আর ইটভাটায় কর্মরত শ্রমিকরা এখন পুরো বেকার। 

শাহজাদাপুর ইউনিয়নের মলাইল নদীর পাড়ের কল্যাণ ব্রিকস ও নিউ কল্যাণ ব্রিকসের মালিক নূরুল ইসলাম কালন ও কালিকচ্ছের ধর্মতীর্থ এলাকার আজম ব্রিকসের মালিক রফিক উদ্দিন ঠাকুর বলেন, এ বৃষ্টি এই এলাকার ইট ভাটার মালিকদের বড় ধরনের ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে। আমাদের প্রত্যেকের প্রায় ১০-১৫ লাখ টাকার কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। সমগ্র উপজেলায় ক্ষতির পরিমাণ ৪ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে তাদের ধারণা। 

এদিকে উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, সমগ্র উপজেলায় চাষ করা ১৪৫০ হেক্টর জমির রবিশস্য (শীতের ফসল) এখন ঝুঁকির মধ্যে রয়েছে। গত ১৮-২০ ঘন্টার বিরামহীন বৃষ্টির কারনে এখন পর্যন্ত রবিশস্যের বড় ধরনের ক্ষতি হয়নি। তবে যদি বৃষ্টি অব্যাহত থাকে তবে চাষ করা ৪০০ হেক্টর মাসকলাই, ৩৫০ হেক্টর সরিষা ও ৭০০ হেক্টর জমির শাকসব্জির বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। 

উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার বলেন, রবিশস্যের এখনো ক্ষতি হয়নি। তবে বৃষ্টি অব্যাহত থাকলে ১ হাজার ৪৫০ হেক্টর জায়গার রবিশস্যই হুমকিতে থাকবে।

গো নিউজ২৪/এবি

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা