ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে উপজেলা আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার


গো নিউজ২৪ প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৬, ০৫:০২ পিএম
টাঙ্গাইলে উপজেলা আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার

টাঙ্গাইল ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঠিকাদার ফরিদ উদ্দিন আহমেদকে (৫৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মরদেহটি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, গতকাল সোমবার রাতের কোনো একসময় হত্যার পর তাঁর লাশ ফেলে দেওয়া হয় বাড়ির পাশের পুকুর পাড়ে। তিনি উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই গ্রামের আবদুল মজিদ মাস্টারের ছেলে।

ভুঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউছার চৌধুরী জানান, ফরিদ সোমবার রাতে তার কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন। পরে সকালে স্থানীয় লোকজন তার বাড়ির পাশের একটি পুকুর পাড়ে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তিনি জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী জানায়, ফরিদ স্থানীয় কাগমারিপাড়া এলাকার একটি ডালের ফ্যাক্টরিতে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো গতকাল সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি। তবে কর্মস্থল থেকে তিনি রাতে আর বাড়ি ফিরে আসেননি। আজ মঙ্গলবার সকালে তাঁর লাশ বাড়ির পাশে পুকুরে পাড়ে দেখে স্থানীয় ব্যক্তিরা পরিবারের লোকজনদের খবর দেয়।

গো-নিউজ২৪/বিএস
অপরাধ চিত্র বিভাগের আরো খবর
মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার