ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টাইগারদের মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা


গো নিউজ২৪ প্রকাশিত: মার্চ ২৩, ২০১৭, ০৪:০৮ পিএম আপডেট: মার্চ ২৩, ২০১৭, ১০:১০ এএম
টাইগারদের মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা

টেস্ট সিরিজ শুরুর আগে আগে অন্যরকম একটি সুসংবাদ বয়ে এসেছিল বাংলাদেশর জন্য। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে পড়েন শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। ওয়ানডে সিরিজ শুরুর আগেও একই রকম একটি সুসংবাদ মাশরাফি বিন মুর্তজার দলের জন্য। হ্যামস্ট্রিং চোটের কারণে

সিরিজের প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারবেন না শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটসম্যান কুশল মেন্ডিস। বৃহস্পতিবার ২৬ বছর বয়সী কুশলের চোট পাওয়া এবং দুই ম্যাচে খেলতে না পারার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার টিম ম্যানেজার অসঙ্কা গুরুসিনহা।

বুধবার শ্রীলঙ্কার বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। এই ম্যাচেই ব্যাটিং করার সময় বা উরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন কুশল পেরেরা। তার চোট তেমন গুরুতর নয় বলেই জানিয়েছেন গুরুসিনহা। খেলতে পারবেন সিরিজের তৃতীয় ম্যাচেই। বাজে ফর্মের কারণে সর্বশেষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েন কুশল পেরেরা। তবে এ বছর ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে শ্রীলঙ্কা এ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করে ঠিকই জায়গা ফিরে এসেছিলেন দলে। বুধবার কলম্বো ক্রিকেট ক্লাব মাঠের একমাত্র প্রস্তুতি ম্যাচেও পেয়েছিলেন রানের দেখা।

চোট পেয়ে মাঠ ছাড়ার আগে খেলেছিলেন ৭৮ বলে ৬৪ রানের ইনিংস। শ্রীলঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশকে ৩৫৪ রানের চূড়ায় পৌঁছে দিতে দ্বিতীয় উইকেটে সানদান বিরাকোডির সঙ্গে গড়েন ১১৪ রানের জুটি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজেও হয়তো ব্যাট হাতে আলো ছড়িয়ে নিজের জায়গাটা পাকা করার স্বপ্নই দেখছিলেন। কিন্তু চোট কেড়ে নিল তার সেই স্বপ্ন।

শ্রীলঙ্কা-বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচই হবে ডাম্বুলায়, ২৫ ও ২৮ মার্চ। এই দুটি ম্যাচেই খেলতে পারবেন না এরই মধ্যে ১০টি টেস্ট, ৬৮টি ওয়ানডে ও ২৫টি টি-টুয়েন্টি খেলে ফেলা কুশল। তবে ১ এপ্রিল কলম্বোর শেষ ওয়ানডেতে তিনি খেলতে পারবেন বলেই জানিয়েছেন গুরুসিনহা। কুশল পেরেরার পরিবর্তে দলে কে ঢুকছেন, সেটা এখনো নিম্চিত নয়। তবে বৃহস্পতিবার কিংবা শুক্রবার শ্রীলঙ্কা ঘোষণা করতে পারে বদলি খেলোয়াড়ের নাম।

 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ