ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝিকরগাছায় বিদ্যালয়ে কথিত জিন আতঙ্ক! আক্রান্ত ৭


গো নিউজ২৪ | অনলাইন ডেস্ক প্রকাশিত: মার্চ ২১, ২০১৭, ০৮:১১ পিএম
ঝিকরগাছায় বিদ্যালয়ে কথিত জিন আতঙ্ক! আক্রান্ত ৭

যশোরের ঝিকরগাছা উপজেলার নন্দীডুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জিন আতঙ্কে পড়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসী। কথিত জিন দ্বারা আক্রান্ত হয়েছে ৭ জন শিক্ষার্থী। কবিরাজের মাদুলী দিয়ে স্কুলের চারিপাশ বন্ধ এবং জোহরবাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর দুইটার দিকে বিদ্যালয়ে দেখা যায়, স্কুলের মধ্যে দোয়া অনুষ্ঠান হচ্ছে। একজন শিক্ষার্থীও নেই। বিদ্যালয়ের তিনজন শিক্ষক রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সহকারী শিক্ষক ওয়াদুদ হাসান ও শামীম রেজা জানান, রবিবার সকাল ১১ টার দিকে ৫ম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী শ্রেণি কক্ষ থেকে দেখতে পায়, তাদের বাইরে থেকে কে একজন ডাকছে। তারা বাইরে এসে কাউকে পায়নি। পরে তাদের শ্বাস-প্রশ্বাসের কষ্ট, উত্তেজিত হওয়া ও লোকজনকে মারতে যাওয়ার মত অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়।

আক্রান্তরা হলো, ৫ম শ্রেণির ছাত্রী নন্দীডুমুরিয়া গ্রামের মাস্টার ওয়াদুদ হাসানের কন্যা অর্নি, মাহাবুর রহমানের মেয়ে নাজমুন নাহার, ফজলুর রহমানের কন্যা আশা, গোলাম রসুলের কন্যা ইথিলা, ইয়ার আলীর কন্যা আসমা, জামির আলী নাতনী বর্ষা ও মফিজুর রহমানের কন্যা তুর্নি।

এই ঘটনার পর সকল শিক্ষার্থীর মাঝে ভয় ও আতঙ্ক সৃষ্টি হয়। সোমবার বিদ্যালয় শুরু হলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে শুরু করে। এমন সময় রবিবারের আক্রান্ত অর্নি, নাজমুন নাহার ও বর্ষা পূনরায় আক্রান্ত হলে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গ্রামবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করে। তারা জিন ঝাড়ানো কবিরাজকে খবর দেন। কবিরাজ আব্দুস সাত্তার মুন্সি ও তার সহযোগিরা তদবির করে জানিয়েছেন, স্কুল এবং তার আশেপাশে প্রায় দুইশ জিন আছে। তিনি স্কুলের চারিপাশে মাদুলী দিয়ে জিন বন্ধ করে দিয়েছেন। জোহরবাদ গ্রামের মুসাল্লিরা দোয়া অনুষ্ঠান করেছেন।

এদিকে, বিদ্যালয় থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুল ইসলামকে জানানো হলেও শিক্ষা অফিস থেকে কেউ বিদ্যালয় পরিদর্শনে যাননি। প্রধান শিক্ষক আব্দুস সাত্তার জানান, বিদ্যালয়ে ২৪৭ জন শিক্ষার্থী রয়েছে। শুধু এই শিক্ষার্থীরা নয়, পুরো গ্রামবাসী এ ঘটনায় আতঙ্কিত।

 

গো নিউজ২৪/আ ফ ম 

 

 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা