ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জোরপূর্বক গর্ভপাত, আইনজীবী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৭, ০১:০৯ পিএম আপডেট: নভেম্বর ১৯, ২০১৭, ০৭:০৯ এএম
জোরপূর্বক গর্ভপাত, আইনজীবী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

জামালপুর: জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে আইনজীবী স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন মোছা. হাসিনা খাতুন নামে এক স্ত্রী।

শনিবার রাতে ইসলামপুর থানায় এ মামলাটি দায়ের করা হয়।  অভিযুক্ত আইনজীবীর নাম মো. মোজাম্মেল হক। তিনি জামালপুর জেলা আইনজীবী সমিতির সদস্য।

মামলা সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের বটচর গ্রামের আব্দুল হকের ছেলে অ্যাডভোকেট মোজাম্মেল হকের সাথে দুই বছর আগে একই এলাকার হাসান আলীর মেয়ে মোছা. হাসিনার খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য স্ত্রী হাসিনা খাতুনের ওপর নির্যাতন চালায় স্বামী অ্যাডভোকেট মোজাম্মেল হক ও তার পরিবারের লোকজন। দিন দিন এ নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। এরই এক পর্যায়ে হাসিনা খাতুন অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এতে স্বামী অ্যাডভোকেট মোজাম্মেল হক ক্ষিপ্ত হয়। গর্ভের সন্তান নষ্ট করতে স্ত্রী হাসিনা খাতুনকে চাপ দেয়। 

স্ত্রী রাজি না হলে কৌশল খুঁজতে থাকে অ্যাডভোকেট মোজাম্মেল হক ও তার পরিবারের লোকজন। এরই এক পর্যায়ে গত ১৬ নভেম্বর অ্যাডভোকেট মোজাম্মেল হক তার দুলাভাই ভুলুর সহায়তায় হাসিনা খাতুনকে ডেকে চিকিৎসার কথা বলে জামালপুরে নিয়ে যায়। সেখানে তাকে একটি চিকিৎসা কেন্দ্রে জোরপূর্বক গর্ভপাত ঘটাতে অতিমাত্রায় ওষুধ সেবন করানো হয়। এতে হাসিনা খাতুন অসুস্থ হলে ওই চিকিৎসা কেন্দ্রেই রাতযাপন করে তারা। স্ত্রী হাসিনা খাতুন বেশি মাত্রায় অসুস্থ হলে পরদিন ১৭ নভেম্বর চরপুঁটিমারী ইউনিয়নের বেনুয়ার চর বাজার সংলগ্ন জনৈক হাসান আলীর বাড়িতে রেখে স্বামী অ্যাডভোকেট মোজাম্মেল হক ও তার সহযোগীরা পালিয়ে যায়। এরই একপর্যায়ে ১৮ নভেম্বর ভোরে স্বামীর খাওয়ানো ওষুধের বিক্রিয়ায় স্ত্রী হাসিনা খাতুনের গর্ভপাত ঘটে।

এদিকে বিষয়টি রাতেই হাসিনা খাতুনের দরিদ্র বাবা হাসান আলী ইসলামপুর থানা পুলিশকে জানায়। পরে একদল পুলিশ ওই রাতে অসুস্থ হাসিনা খাতুনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে হাসিনা খাতুন বাদী হয়ে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে স্বামী অ্যাডভোকেট মোজাম্মেল হককে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে অ্যাডভোকেট মোজাম্মেল হকের মুঠোফোনে বারবার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান জানান, এ ঘটনার তদন্ত চলছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও জবানবন্দি লিপিবদ্ধ করতে ভিকটিমকে আদালতেও নিয়ে যাওয়া হবে।  

গোনিউজ২৪/এমবি
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা