ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাবিতে প্রথম বর্ষে ভর্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত


গো নিউজ২৪ | অনলাইন ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০১৬, ০৭:০১ পিএম
জাবিতে প্রথম বর্ষে ভর্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

বৃহস্পতিবার বিকেল ৪টায় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এ ঘোষণা দেন। বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্র জোটের ব্যাংক অবরোধের মুখে আন্দোলনাকারীদের সঙ্গে আলোচনায় এ ঘোষণা দেন তিনি।

আলোচনায় অংশগ্রহণকারী জোটের কয়েকজন নেতা ও সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক জুলকারনাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্য জানান, রোববার সব বিভাগীয় চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা ও প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে আলোচনায় বসবেন। তখন সিদ্ধান্ত নেয়া হবে বিভাগ উন্নয়ন ফি কমানো হবে নাকি বাতিল করা হবে। সিদ্ধান্তের পর ভর্তি কার্যক্রম কবে থেকে ফের শুরু হবে তা জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

আন্দোলনকারীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দু’দফায় আলোচনায় বসেন। আন্দোলনকারীরা তাদের দাবিতে অটল থাকলে দ্বিতীয় দফা আলোচনায় ভর্তি কার্যক্রম বন্ধের ঘোষণা দেন তিনি।

বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ব্যাংক অবরোধের কর্মসূচি পালন করেন আন্দোলনকারী প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা।

বুধবার থেকে প্রথম বর্ষ স্নতাক সম্মান ২০১৬-১৭ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে ব্যাংকে টাকা জমা দিতে না পেরে ভর্তি হতে পারেননি প্রথম বর্ষে ভর্তি হতে আসা কোন শিক্ষার্থী। দুপুর ২টা পর্যন্ত শত শত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে।

 

গো নিউজ২৪/আ ফ ম 

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল