ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় সংসদ ভবনের মূল নকশা ঢাকায়


গো নিউজ২৪ প্রকাশিত: ডিসেম্বর ১, ২০১৬, ০৯:৫৯ পিএম আপডেট: ডিসেম্বর ১২, ২০১৬, ০৬:১২ এএম
জাতীয় সংসদ ভবনের মূল নকশা ঢাকায়


বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের করা জাতীয় সংসদ ভবনের মূল নকশার অুনুলিপি এখন ঢাকায়। কঠোর গোপনীয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার আর্কিটেকচারাল আর্কাইভে সংরক্ষিত আট হাজার নকশা ও নথি থেকে প্রয়োজনীয় ৮৫৩ টি নকশা এবং ৬০টি ডকুমেন্ট চিহ্নিত করে এগুলোর অনুলিপি বৃহস্পতিবার দেশে আনা হয়েছে। সংসদ সচিবালয়ের এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, জাতীয় সংসদের অতিরিক্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া চুক্তি অনুযায়ী, নকশাগুলো নিয়ে দেশে পৌঁছান। বিকাল সাড়ে ৫টার দিকে সংসদ ভবনের কয়েকটি গাড়িতে করে ট্রাঙ্কবন্দি অবস্থায় এগুলো নিয়ে আসা হয়।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সত্যতা স্বীকার নকশা দেখার আগে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।

জানা গেছে, প্রতিটি নকশার জন্য ১৯ ডলার খরচ করা হয়েছে। এছাড়া ১১৫টি নকশা আছে, যেগুলোর অনুলিপি এখনো তৈরি হয়নি। এগুলো আনতে আরো ৬০ হাজার ডলারের মতো লাগবে। নকশার চার সেট অনুলিপি আনা হয়েছে। এক সেট জাতীয় সংসদ লাইব্রেরিতে, আরেক সেট স্থাপত্য অধিদফতরে এবং আরেকটি সেট গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রলালয়ে আর্কাইভে রাখা হবে। আরেক সেট থাকবে জাতীয় আর্কাইভে। রাতেই সংসদ সচিবালয়ের কর্মকর্তারা এ বিষয়ে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেন বলে জানা গেছে।

আগামী সপ্তাহে নকশা পর্যালোচনা করে সংসদ ভবন এলাকা থেকে নকশাবহির্ভূত অধিকাংশ স্থাপনা উচ্ছেদে হাত দেয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘মূল নকশার অনুলিপি হাতে এসেছে। এখন আমরা সংসদ এলাকা বহির্ভূত স্থাপনা উচ্ছেদে হাত দিতে পারবো।’ জানা গেছে, সংসদ ভবন এলাকা থেকে বিএনপির প্রতিষ্টাতা জিয়াউর রহমানসহ বাসড়ানোরও পরিকল্পনা রয়েছে। আগামী মাসেই এ কার্যক্রম শুরু হবে।

গো নিউজ ২৪/ এস কে 

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়