ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জলসন্ধ্যায় ‘প্রণয় যমুনা’ ও ‘জবর আজব ভালোবাসা’


গো নিউজ২৪ | শিল্প-সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক প্রকাশিত: আগস্ট ৫, ২০১৭, ০৮:৫৪ পিএম
জলসন্ধ্যায় ‘প্রণয় যমুনা’ ও ‘জবর আজব ভালোবাসা’

ঢাকা: সেদিন ছিল ঝুম বৃষ্টি। ভেসে যাচ্ছিল চারিদিক। বর্ষণ আর রাস্তায় জমে যাওয়া জল উপেক্ষা করেই নাট্যপ্রেমীরা মিলিত হয়েছিলেন শিল্পকলা একাডেমিতে। ভর সন্ধ্যায় উপভোগ করলেন সুবচনের ‘প্রণয় যমুনা’ আর থিয়েটারওয়ালা রেপার্টরির ‘জবর আজব ভালোবাসা’।

এদুটি নাটকই ঢাকার মঞ্চে সাম্প্রতিক সংযোজন। গেল ৩ আগস্ট শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে সুবচনের ৩৭তম প্রযোজনা প্রণয় যমুনা মঞ্চায়ন হয়েছে। 

রাধা আর কৃষ্ণের প্রেম আখ্যান প্রেমিক যুগলদের আজো আলোড়িত করে। সেই অমর প্রেমলীলাকে উপজীব্য করে সুবচন নাট্য সংসদের নতুন নাটক ‘প্রণয় যমুনা’। 
সুনীল গঙ্গোপাধ্যায়ের রাধাকৃষ্ণ উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন আসাদুল ইসলাম। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।

নাটকের কাহিনীজুড়ে আছে অভিসার, বিরহ-মিলন, বৃন্দাবন, বাঁশির সুর আর স্রোতস্বিনী যমুনা। শুরুতেই দেখা যায়, যমুনার তীরে বাঁশি বাজিয়ে ও নৌকা ভাসিয়ে ধীরে ধীরে বেড়ে উঠছে কৃষ্ণ। সেই নদী পারেই অপরূপা রাধার দেখা পায় কৃষ্ণ। তারপর থেকেই রাধার ছবিটি কৃষ্ণের মনে গাঁথা হয়ে যায়। 

বন্ধুদের সাহচর্যে কৃষ্ণ কৌশলে শুল্ক আদায়কারীর ছদ্মবেশে রাধার কাছে প্রেম নিবেদন করে, কিন্তু সে ব্যর্থ হয়। এরপর মাঝির বেশ ধরে রাধাকে কৌশলে নৌকায় তুলে যমুনা পাড়ি দেয় কৃষ্ণ। যমুনার জলতরঙ্গে ভাসতে থাকা দুটি প্রাণ পরস্পরের খুব কাছাকাছি হয়। রাধা এবার আর কৃষ্ণকে উপেক্ষা করতে পারে না। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী। 

নাটকে কৃষ্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুল হক রাসেল। রাধা চরিত্রে রূপ দিয়েছেন সোনিয়া হাসান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আহাম্মেদ গিয়াস, মোহাম্মদ আনসার আলী, মেহেদী হাসান সোহাগ, হোসেন ইমরান প্রমুখ। 

অপরদিকে, পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় থিয়েটারওয়ালা রেপার্টরির নতুন প্রযোজনা ‘জবর আজব ভালোবাসা’। আন্তন চেখভের নাটক অবলম্বনে এটি অনুবাদ করেছেন মোবারক হোসেন খান। তিনটি চরিত্রে সাজানো প্রযোজনাটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন।

‘জবর আজব ভালোবাসা’ নাটকের কাহিনীতে দেখা যায়, প্রয়াত স্বামীর শোকে সারাক্ষণ বিলাপ করতে থাকা গৃহকর্ত্রী প্রভার ওপর ভীষণ বিরক্ত বাসার কেয়ারটেকার সবুর। সবুরের কাছে জীবন মানে খাও-দাও-ফূর্তি করো। কিন্তু গৃহকর্ত্রী প্রভা মৃত স্বামীর প্রতি এতটাই কাতর যে, দিন-দুনিয়া ভুলে গৃহবন্দি জীবনযাপন করে চলেছেন অনেকদিন হলে। বাসার বাইরে যাওয়া তো দূরের কথা, বাসায় কেউ এলে দেখা পর্যন্ত করেন না। 

একদিন সন্ধায় কাঁটাবনের অ্যানিম্যাল ফুড ব্যবসায়ী নাভিদ বাসায় আসেন প্রভার সাথে দেখা করতে। নাভিদ জানান প্রভার স্বামী তার দোকান থেকে নিয়মিত কুকুরের জন্য খাবার কিনতো এবং বকেয়া বিল বাবদ তার কাছে পঞ্চাশ হাজার টাকা পাওনা আছে। প্রভা জানেন তার স্বামীর প্রচণ্ড কুকুরপ্রীতি ছিল। তিনি জানান টাকাটা শোধ করে দেবেন কিন্তু তাকে দুদিন সময় দিতে হবে। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী।

নাটকটির তিনটি চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ হোসেন, সংগীতা চৌধুরী ও রামিজ রাজু।

গোনিউজ/এন

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর
‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

এবার একুশে পদক পাচ্ছেন যারা

এবার একুশে পদক পাচ্ছেন যারা

যাত্রাপালার ইতিহাস

যাত্রাপালার ইতিহাস