ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জরায়ু ক্যান্সারকে ছাড়িয়ে গেছে ব্রেস্ট ক্যান্সার


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, রাজশাহী প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৭, ০৯:২৭ পিএম
জরায়ু ক্যান্সারকে ছাড়িয়ে গেছে ব্রেস্ট ক্যান্সার

রাজশাহী: বাংলাদেশে যতো ধরনের ক্যান্সার আছে তার মধ্যে ব্রেস্ট ক্যান্সারের অবস্থান প্রথম। অল্প দিন আগেই জরায়ুর ক্যান্সারে বেশি আক্রান্ত হওয়া রোগি পাওয়া যেতো। কিন্তু এখন তা নেই। এখন জরায়ুর ক্যান্সারকে ছাড়িয়ে গেছে ব্রেস্ট ক্যান্সার। বাংলাদেশে নারী তার জীবন দশায় প্রতি ৯ জনে এক জন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে। 

শনিবার রাজশাহী মহানগরীতে ব্রেস্ট ক্যান্সারের বিষয়ে সচেনতা বিষয়ক সেমিনারে বক্তারা এমন তথ্য জানিয়েছেন। প্রফেসর ডা. দায়েম উদ্দিন ক্যান্সার ফাউন্ডেশনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সেমিনারে উপস্থিত ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডা. দায়েম উদ্দিন, সহসভাপতি ডা. সালহা, অ্যাডভোকেট কামরুন্নাহার জোৎসা, সদস্য ড. মোহাম্মদ আব্দুল লতীফ, ডা. জুলেখা সরকার। 

সেমিনারে আরো জানানো হয় যে, পৃথিবীর যতো ক্যান্সার আছে তার মধ্যে ১২ ভাগ ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। ব্রেস্ট ক্যান্সার রোধে সচেতনতা প্রয়োজন। সমাজে সচেতনতা বৃদ্ধি করতে পারলে ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত রোগির সংখ্যা কমিয়ে আনা সম্ভব। 

ব্রেস্ট ক্যান্সারের শুধু নারীরাই নয়, পুরুষরাও আক্রান্ত হন। তবে সংখ্যায় অনেক কম। মানুষের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সচেতন হতে হবে। সেই সঙ্গে খাদ্যাভাস, ধুমপান, মদ্যপান থেকে নিজেদের দুর রেখে পরিচ্ছন্ন  জীবনযাপন করলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার আশঙ্কা কমে যায়। 

গোনিউজ২৪/পিআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা