ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছাত্রলীগের হামলায় ২ যুবলীগ নেতা আহত


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেট, যশোর  প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৭, ০৭:৪৮ পিএম
ছাত্রলীগের হামলায় ২ যুবলীগ নেতা আহত

যশোর: যশোরে শোক দিবসের জন্য নির্মিত মঞ্চ ভাংচুর করা হয়েছে। এর জের ধরে সদর উপজেলা যুবলীগের আহ্বায়কসহ দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দলীয় প্রতিপক্ষরা। শুক্রবার রাত ১০টার দিকে শহরের মনিহার এলাকায় এই ঘটনা ঘটে।

আহত যুবলীগ নেতা অশোক বোস শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকার স্বদেশ বোসের ছেলে। আর সেলিম রেজা পলাশ একই এলাকার হাসান আলীর ছেলে। হামলার প্রতিবাদে রাত ১২টার পর যুবলীগের একাংশের নেতারা মণিহার এলাকায় মিছিল করে নিজ দলের অন্য অংশের বিরুদ্ধে স্লোগান দেয়।

সূত্র মতে, আজ শনিবার মনিহার এলাকায় শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা ছাত্রলীগ। সেখানে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এ কর্মসূচি উপলক্ষে মনিহার সিনেমা হলের সামনে খাট এনে রাখা হয় মঞ্চ তৈরির উদ্দেশ্যে। কিন্তু এমপি কাজী নাবিল আহমেদ অনুসারীরাও একই স্থানে একই সময় পাল্টা কর্মসূচির ডাক দেয়। তারা শাহীন চাকলাদারের অনুষ্ঠানের জন্য এনে রাখা খাট শুক্রবার রাতে ভেঙে ফেলে। খবর পেয়ে রাত ১০টার দিকে সেখানে যায় যুবলীগ-ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। এ সময় মণিহারের পূর্ব গলিতে বসে ছিলেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক অশোক বোস, সেলিম রেজা পলাশসহ বেশ কয়েকজন। তারা অশোক ও সেলিম রেজা পলাশের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আহত অশোক ও পলাশ দাবি করেন, চাকলাদার অনুসারী ছাত্রলীগের শাহী, জিসানসহ কয়েকজন নেতাকর্মী তাদের কুপিয়েছে। আহতদের দেখতে হাসপাতালে আসা জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন সাংবাদিকদের জানান, শাহীন চাকলাদার অনুসারী কয়েক সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছেন। 

এদিকে মঞ্চ ভাংচুরের ঘটনায় যশোর জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী ফেসবুকে লিখেছেন, ‘যশোরের গডফাদার খ্যাত এমপি নাবিল আহমেদ এর পোষ্য শীর্ষ সন্ত্রাসী ফিঙ্গে লিটন, ডিম রিপন, মোমিন এর একি বর্বরতা!!!??? 

জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান এর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোর  জেলা ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে সদর উপজেলা ছাত্রলীগের শোকসভা অনুষ্ঠান এর মঞ্চ তৈরির কাজ চলাকালীন সময়ে তারা তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে ভাংচুর চালায় এবং অকথ্য ভাষায় শোকসভা নিয়ে গালিগালাজ করে...’। তিনি আরও লিখেছেন, বাংলাদেশ ছাত্রলীগ যশোর জেলা শাখা এই নেক্কারজনক ঘৃণিত অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই সকল শীর্ষ সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

যশোর কোতোয়ালি থানার ওসি আজমল হুদা বলেন, ‘পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা দেওয়ার কারণে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ এখনো আটক করতে পারেনি। 

গোনিউজ২৪/পিআর
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা