ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ সভাপতির পরিচয়ে পল্লী বিদ্যুৎ অফিসে হামলা


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, রাজশাহী প্রকাশিত: জুলাই ১৯, ২০১৭, ০৬:২৬ পিএম আপডেট: জুলাই ১৯, ২০১৭, ১২:২৬ পিএম
ছাত্রলীগ সভাপতির পরিচয়ে পল্লী বিদ্যুৎ অফিসে হামলা

ছাত্রলীগের সভাপতি পরিচয় দিয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর চারঘাট জোনাল অফিসে হামলা চালিয়ে এক লাইনম্যানকে মারধরের অভিযোগ উঠেছে। তবে পল্লী বিদ্যুৎ অফিসে হামলার অভিযোগ অস্বীকার করেছেন নবাগত ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে পল্লী বিদ্যুৎ অফিসে এ ঘটনা ঘটে। আহত লাইনম্যান ইমরান আলীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পল্লী বিদ্যুৎ অফিসের ইনফরমেন্ট কো-অর্ডিনেটর ফিরোজ আহম্মেদ জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকেই উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ ছিল না। তাই চারঘাট-বাঘা উপজেলা দুটিতেও একই অবস্থা ছিল। রাত সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল লাঠি নিয়ে চারঘাট জোনাল অফিসে প্রবেশের চেষ্টা চালায়। ওই সময়ে হামলাকারীদের মধ্যে একজন জানায় যে সে ছাত্রলীগের সভাপতি।

রাতে ডিউটিরত লোকজন অফিসে প্রবেশে বাধা দেয়। এসময় বাধা উপেক্ষা করে প্রাচীর টপকিয়ে ভেতরে প্রবেশ করে লাইনম্যান ইমরান আলীকে বেধড়ক মারপিট করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চারঘাট উপজেলা ছাত্রলীগের নবাগত সভাপতি আল মামুন তুষার জানান, ছাত্রলীগের সভাপতি পরিচয় দিয়ে পল্লী বিদ্যুৎ অফিসে হামলার ঘটনাটি খুবই দুঃখজনক। কেউ শক্রতা করে ছাত্রলীগের নাম ভাঙিয়ে সরকারের সুনাম নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত থাকতে পারে। তবে ছাত্রলীগের কোনো সদস্য যদি এ ঘটনার সাথে জড়িত থাকে তদন্ত সাপেক্ষে তাকে খুঁজে বের করে কঠিন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

চারঘাট জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক আব্দুল কাদের জানান, ছাত্রলীগের সভাপতি পরিচয় দিয়ে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধদল বাধা উপেক্ষা করে অফিসে প্রবেশ করে লাইনম্যান ইমরান আলীকে মারধর করেছে। তবে প্রকৃত ছাত্রলীগের সভাপতি নাকি নাম ভাঙিয়েছে সেটি নিশ্চিত নয়। 

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে পল্লী বিদ্যুৎ অফিসে হামলা করা হয়েছে এমন সংবাদ পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। 

গো নিউজ/এমবি
 

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়