ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছটকু আহমেদের নামে সাধারণ ডায়েরী বাপ্পারাজের


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৭, ০৯:৫৩ পিএম
ছটকু আহমেদের নামে সাধারণ ডায়েরী বাপ্পারাজের

‘আমার কাছে ভিডিও ফুটেজ রয়েছে। যে ভিডিওতে নায়করাজ রাজ্জাক নিজেই আমাকে তার জীবনী লিখতে অনুমতি দিয়েছেন। শুধু তাই নয়, তার পরিবারও বিষয়টি খুব ভালো করেই জানেন। তবে কেনো এখন বাপ্পারাজ এমন কথাবার্তা বলছেন সেটা আমি বুঝতে পারছি না। ইতোমধ্যে তিনি (বাপ্পারাজ) আমার নামে একটি সাধারণ ডায়েরীও করেছেন। থানা থেকে আমাকে ডাকা হয়েছে। আগামী শনিবার বিকাল ৪ টায় গুলশান থানায় বিষয়টি নিয়ে পুলিশের সানমেই কথাবার্তা হবে।’- গো নিউজকে এমনটাই বলেছেন জনপ্রিয় চিত্রনাট্যকার ও ‘সত্যের মৃত্যু নেই’ খ্যাত চিত্রনির্মাতা ছটকু আহমেদ।

সাধারণ ডায়েরী প্রসঙ্গে ক্ষোভের সুরে ছটকু আহমেদ আরো বলেছেন, ‘আমিতো বিনা অনুমতিতে কিছুই লিখতে যাচ্ছি না। তাহলে এতো কথা কেনো? কেনোইবা এতো মামলা-হামলা? বাপ্পা যদি বিষয়টি না জানতেন তাহলে হয়তো তিনি আরো বেশি কিছু করতে পারতেন। তিনিতো এসব বিষয়ে জানেন। আমি অবাক হচ্ছি তার এমন আচরণ দেখে। রাজ্জাক সাহেবকে নিয়ে ভালো কিছু লেখার জন্যই এই উদ্যোগ নিয়েছি। হয়তো বাপ্পাদের ধারণা তার বাবাকে নিয়ে ভুল কিছু লিখবো। আমার প্রশ্ন হলো যদি ভুল কিছুই লিখতাম তাহলে তার বাবা আমাকে এই দায়িত্বটা দিয়ে যেতেন না। তাকে নিয়ে খারাপ কিছুইতো লিখছি না। ভালো কিছ্ইু লেখার চেষ্টা করছি। তারপরও লেখা শেষ হলে অবশ্যই আমি তার পরিবারকে দেখাতাম। ওদের দেখা হলেই প্রকাশ করার ইচ্ছা ছিল।’

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়করাজ রাজ্জাক। এই মহানায়কের জীবনী লিখছেন চিত্রনাট্যকার ও পরিচালক ছটকু আহমেদ। আর এই বিষয়টিতে আপত্তি জানিয়েছেন নায়করাজের পরিবার। যদিও শুরুতে এ বিষয়ে নায়করাজের পরিবারের তেমন কোনো মাথ্যা ব্যাথা ছিল না। তবে সম্প্রতি বিষয়টি নিয়ে বেশ জল ঘোলা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্রে। সম্প্রতি নায়করাজের ছেলে বাপ্পারাজ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তার বাবার জীবনী লেখার বিষয়ে।

‘বাবা কেনো চাকরে’র এই নায়কের স্ট্যাটাসের ভাষা রীতিমতো অপমানজনক বলে দাবি করেছেন ছটকু আহমেদ। 

বাপ্পারাজ স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার বাবার জীব্দদ্দশায় তাকে নিয়ে যখন অপমানজনক কথা চালাচালি হচ্ছিল তখন যারা না শোনার ভান করে নিশ্চুপ ছিলেন, আজ তাদের উক্তি নিয়ে জনাব ছটকু আহমেদ নায়করাজের জীবনী লিখছেন।’

‘চাঁপা ডাঙ্গার বউ’র এই নায়ক আরো লিখেছেন, ‘ভালো প্রজেক্ট নিয়েছেন ছটকু সাহেব। তখন আপনার কলম কালিহীন ছিল তাই একটুও প্রতিবাদ করতে পারেননি। আজ জীবনী লিখছেন বইমেলায় ব্যবসা হবে বলে? ক্ষান্ত হন, ক্ষান্ত হন, আমি মরে যাইনি।’

এমন স্ট্যাটাসের পর আজ (২৩ নভেম্বর) গুলশান থানায় ছটকু আহমেদের নামে একটি সাধারণ ডায়েরীও করেছেন বাপ্পা। শুধু গুলশান থানাতেই নয়, সাধারণ ডায়েরী হয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল থানাতেও।

গুলশান থানার এস আই মোশিউর সাধারণ ডায়েরীর ব্যাপারে গো নিউজকে বলেন, ‘সাধারণ ডায়েরী হয়েছে। আমি ফোন দিয়েছিলাম ছটকু আহমেদকে। আগামী শনিবার বিকেলে তারা দুই পক্ষই থানায় আসবেন।’

অন্যদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এস আই আমিনুলও সাধারণ ডায়েরীর বিষয় নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে বইটি বাজারে আনবে বিপিএল প্রকাশনী। নামকরণ করা হয়েছে ‘নায়করাজ রাজ্জাকঃ টালিগঞ্জ থেকে ঢালিউড’। আগামী বছরের জানুয়ারিতেই বইটি প্রকাশ করা হবে বলে জানা যায়।

গো নিউজ২৪/ডদি
 

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী