ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াড


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০১৭, ০৮:৩১ পিএম আপডেট: মে ২৪, ২০১৭, ০৯:৫৫ এএম
চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াড

আগামী ১ জুন পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। আর প্রথম ম্যাচেই মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড। এর আগে ২৭ মে পাকিস্তানের বিপক্ষে এবং  ৩০ মে ভারতের বিপক্ষে  প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

চূড়ান্ত পর্বে আগামী ১ জুন খেলবে বাংলাদেশ-ইংল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তৃতীয়  ম্যাচে বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।  

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাবি্বর রহমান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, মেহেদী হাসান, শফিউল ইসলাম। 

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আইপিএলে ফিটনেস প্রমাণ করায় ডাক পেয়েছেন পেসার মিচেল ম্যাকলেনাঘান, অ্যাডাম মিলনে ও অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। নিউজিল্যান্ড স্কোয়াডে রয়েছেন পাঁচজন স্পেশাল্টি ব্যাটসম্যান, চারজন বোলার, তিনজন সিমিং-বোলিং অলরাউন্ডার, দুজন স্পিনার এবং একজন স্পেশালিস্ট উইকেটরক্ষক।

নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি এন্ডারসন, ট্রেন্ট বোল্ট, নিল ব্রুম, কলিন দ্য গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, টম লাথাম, মিচেল ম্যাকক্লানাঘান, অ্যাডাম মিলনে, জেমস নিশাম, জিতান প্যাটেল, লুক রঙ্কি, মিচেল সান্টার, টিম সাউদি, রস টেলর। 

অপরদিকে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে ওয়ানডে বিশ্বকাপ জয়ী দল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের নেতৃত্বে ১৫ সদস্যের এ দলে জায়গা পেয়েছেন চোট পাওয়া মিশেল স্টার্ক ও ক্রিস লিন। 

অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জন হেস্টিংস, জোশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, মোয়েসেস হেনরিকস, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, মারকাস স্টোনিস, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা। 

আর ক’দিন পরই শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।  তাই ঘটা করে দল ঘোষণা   করেছে অংশগ্রহণকারী দেশগুলো।  তারই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া-বাংলাদেশের ন্যায় পাকিস্তানও সে পথে পা দিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মঙ্গলবার চূড়ান্ড দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।(পিসিবি)। উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদের নেতৃত্বে খেলবে পাকিস্তান দল। 

পাকিস্তান স্কোয়াড: আহমেদ শেহজাদ, আজহার আলী, সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলী, ইমাদ ওয়াসিম, জুনায়েদ খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, শোয়েব মালিক, উমর আকমল ও ওয়াহাব রিয়াজ।

অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বে ১৫ সদস্যার দল সব থেকে শক্তিশালী ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রথম দলে ডাক পেলেন বাম হাতি স্পিনার কেশব মহারাজ। দলে ফিরে আসলেন আরেক পেসার মর্নে মরকেল। 

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েইন পারনেল, আন্দিল ফেহ্লুক্বায়ো, কাগিসো রাবাদা, ইমরান তাহির, ডোয়াইন প্রোটোরিয়াস, কেশব মহারাজ, ফারহান বেহারদিয়েন, মর্নে মরকেল।

ইংল্যান্ডের স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জেক বল, স্যাম বিলিংস, অ্যালেক্স হেলস, জস বাটলার, লিয়াম প্লাংকেট, আদিল রশীদ, জো রুট, জেসন রায়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক ওয়াইড।

শ্রীলঙ্কা স্কোয়াড: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), উপুল থারাঙ্গা, নিরঞ্জন ডিকওয়েলা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, চামারা কাপুগেদারার, এসেলা গুনারত্নে, দিনেশ চান্ডিমাল, লাসিথমালিংগা, সুরাঙ্গা লাকমল, নুয়ান কুলাসেকারা, নুওয়ান প্রদীপ, থিসারা পেরেরা, লাকসান সন্দাকান, সিকুগে প্রসন্ন। 

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অবশেষে দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১৫ সদস্যের দলে কোনো চমক নেই। লোকেল রাহুল পুরো ফিট না হওয়ায় তাকে একাদশেই বাইরেই রাখা হয়েছে। অভিজ্ঞতা বিবেচনায় এনে যুবরাজ সিংকে স্কোয়াডে জায়গা দিয়েছে বিসিসিআই। তবে সুরেশ রায়না ও গৌতম গম্ভীর চলমান আইপিএলে দারুণ খেললেও দলে জায়গা হয়নি তাদের।

দীর্ঘ সময় পর ভারতের ওয়ানডে দলে ফিরেছেন রোহিত শর্মা ও মোহাম্মদ শামি। গত বছরের অক্টোবরের পর প্রথমবারের মতো ভারতীয় দলে জায়গা করে নিলেন রোহিত। অন্যদিকে ২০১৫ বিশ্বকাপের পর প্রথমবারের মতো ওয়ানডে দলে ফিরলেন পেসার শামি।

ভারত স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, মনীষ পান্ডে, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ভুবনেশ্বর বুমার ও জসপ্রিত বুম্রা।  

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ