ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগারদের নিয়ে যা বললেন ওয়ালশ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৬, ২০১৭, ১১:৩২ পিএম
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগারদের নিয়ে যা বললেন ওয়ালশ

বিশ্ব ক্রিকেটের বাঘা বাঘা ব্যাটসম্যানদের মুখে পড়তে হবে টাইগার বোলারদের।  কিন্তু টাইগার কোচ ওয়ালশ ছেলেদের নিয়ে আশাবাদী।  বিশ্বাস রাখছেন, সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।  র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বরে থেকে এবারের আসরে যোগ দিবে মাশরাফির বাংলাদেশ দল। 

আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে আইসিসি ইভেন্টে যাচ্ছে বাংলাদেশ।  তবে বাংলাদেশ দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ অবশ্য আয়ারল্যান্ডে বাংলাদেশের বোলিংয়ে খুব একটা সন্তুষ্ট নন। 

যদিও বোলাররাই কিউইদের বিপক্ষে শেষ ম্যাচে দারুন ভাবে বাংলাদেশকে প্রতিযোগিতায় ফিরিয়েছিল।  কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিপক্ষ বিচারে বাংলাদেশকে আরও সতর্ক থাকতে হবে বলে ইঙ্গিত দিলেন সাবেক এই কিংবদন্তী। 

আয়ারল্যান্ড মিশন শেষে ইংল্যান্ডের কন্ডিশনের সাথে বোলারদেরও নতুন করে মানিয়ে নিতে হবে।  লাইন লেন্থে কিছুটা পরিবর্তন আনতে হবে বলে মনে করেন ওয়ালশ।  উইকেট ব্যাটসম্যানদের হয়ে কথা বলবে বিধায় বোলারদের থাকবে হবে সতর্ক। 

একাত্তর টিভিকে তিনি বলেন, ‘টুর্নামেন্টটা আমাদের জন্য অনেক বড় পরীক্ষা হবে।  প্রতিযোগিতা হবে তাই নিজেদের তৈরি রাখতে হবে।  ওখানে যারা খেলবে, তাদের মানে খেলতে পারলে মনে বাংলাদেশ ভালো করবে। 

তারা যেই মানের বোলার, সেই হিসেবে আয়ারল্যান্ডে নিজেদের তুলে ধরতে পারেনি।  তবে ইংল্যান্ডে ক্যাম্প করার যেই লক্ষ্যটা ছিল সেটা পূরণ হয়েছে। 

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওদের লাইন লেন্থটা একটু পাকা করতে হবে।  ওখানে কন্ডিশন আলাদা, উইকেট একটু ফ্ল্যাট থাকবে।  তবে সমস্যা হবে না তেমন। ’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে ২০১৫ বিশ্বকাপের চাম্পিয়ন ও রানার্স আপ দল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে।  তার উপর থাকছে বদলে যাওয়া স্বাগতিক দল ইংল্যান্ড। 


‘গ্রুপের সবাই দেখবেন আমাদের উপর চড়াও থাকবে।  তবে তৈরি থাকবো লড়াই করে সেমি ফাইনালে যাওয়ার জন্য।  আমরা ক্ষুধার্ত ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার জন্য মুখিয়ে আছি।  আশা করি ভালো দলীয় ও ব্যক্তিগত পারফর্মেন্স দেখবো। ’

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ