ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি হাঁকাবেন সাব্বির!


গো নিউজ২৪ প্রকাশিত: এপ্রিল ২৫, ২০১৭, ০৬:২২ পিএম
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি হাঁকাবেন সাব্বির!

আর ক’দিন পরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবেন সাব্বিররা।  তাই সবার মনে প্রশ্ন, এবার আয়ারল্যান্ডে তিন জাতি টুর্নামেন্ট আর ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন করবেন সাব্বির রহমান? 

কেমন করবেন সাব্বির রহমান; তবে সেটা সাব্বিরের মুখেই শোনা যাক। দেশের প্রথম সারির একটি অনলাইন নিউজ পোর্টালকে তিনি বলেন, ‘আমি আসলে টার্গেট সেট করে এগুতে চাই না। আমার ক্যারিয়ারে কখনো লক্ষ্য নির্ধারণ করে আগাতে পারিনি।’

কারণ হিসেবে তিনি ক্লাব ক্রিকেটের উদাহরণ টানেন।  বলেন, ‘এর আগে বেশ কয়েকবার ঢাকার ক্লাব ক্রিকেট ও জাতীয় লিগ শুরুর আগে খুব সিরিয়াস থেকে বড় সড় টার্গেট সেট করেছিলাম। একবার এক হাজার রানের লক্ষ্য নিয়ে জাতীয় লিগ খেলতে নেমে চরম ব্যর্থ হই। সাকুল্যে মনে হয় সাড়ে তিনশোর মত রান করেছি। এছাড়া জাতীয় লিগ, বিসিএল আর প্রিমিয়ার লিগে যতবারই টার্গেট সেট করে খেলতে নেমেছি প্রতিবারই ব্যর্থ হয়েছি।’

আর তাই জাতীয় দলের হয়েও কোনো লক্ষ্য নির্ধারণ করতে চান না সাব্বির।  বলেন, ‘আমি কোন লক্ষ্য নির্ধারন করে মাঠে নামতে চাই না। কারণ আমি লক্ষ্য নির্ধারণ করে এগুতে চাইলে পারি না। ‘

শুধু কি জাতীয় দল? চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নির্ধারিত কোন লক্ষ্য নেই তার।  বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আমার কোন নির্দিষ্ট লক্ষ্য নেই। নিজেকে ভাল খেলার জন্য তৈরি করছি।  চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক বড় মঞ্চ। সারা ক্রিকেট বিশ্বের চোখ থাকবে এ আসরের দিকে। সেখানে ভাল খেলতে পারলে অবশ্যই সবার নজরে আসা যাবে। এটা জানি এবং বুঝিও।’

সাব্বির যতই পাশ কাটানোর চেষ্টা করেন না কেন, বড় মঞ্চে একটা বড় ইনিংস জরুরী হয়ে পড়েছে তার।  ভক্ত ও অনুরাগিদের বড় অংশ তার কাছে সেঞ্চুরি প্রত্যাশা করছেন। তা মর্মে মর্মে অনুভব করা সাব্বিরের উক্তি, ‘হ্যাঁ বিশ্বাস করেন, এই সেঞ্চুরির কথা আমাকে অনেক সুহৃদ শুভানুধ্যায়িই বলছেন। সেঞ্চুরির আশা করা যায়। তবে সেটাতো আর বলে কয়ে আসে না। করাও যায় না। আমি নিজের মত করে খেলতে চাই। ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে।’

কয়েকবার লক্ষ্য নির্ধারণ করে খেলতে নেমে না পারাটা তাই এখনো ভাবায় সাব্বিরকে। কে জানে এবার সেই মনের ও স্নায়ুর দুর্বলতা কেটে যেতেও পারে। আর যদি যায়ও, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই প্রথম শতরানের দেখা মিলতে পারে সাব্বিরের।

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ