ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চীন সীমান্তে ৭৩টি রাস্তা নির্মাণ করছে ভারত


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৭, ১০:৩০ এএম
চীন সীমান্তে ৭৩টি রাস্তা নির্মাণ করছে ভারত

চীন সীমান্তে মোট ৭৩টি রাস্তা নির্মাণ করছে ভারত। এরমধ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ৪৬টি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৭টি রাস্তা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সাল নাগাদ রাস্তাগুলোর নির্মাণকাজ শেষ হবে। এদিকে রাস্তা নির্মাণে দেরি হওয়ায় ভারতীয় সেনা কর্তৃপক্ষ অসন্তোষ প্রকাশ করার পর কাজের গতি বাড়িয়ে দিয়েছে দেশটির সরকার।

দোকলাম নিয়ে উত্তেজনা বাড়ার আগেই চীন সীমান্তজুড়ে ভারত অনেক রাস্তা নির্মাণ শুরু করে দিয়েছিল। এসব রাস্তার মোট দৈর্ঘ্য হবে ৩ হাজার ৪০৯ কিলোমিটার।

যত দ্রুত সম্ভব রাস্তাগুলোর নির্মাণকাজ যাতে সম্পন্ন হয় সেজন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এর প্রধান করা হয়েছে ভারতের স্বরাষ্ট্রসচিবকে। কমিটি নির্মাণকাজ তদারকি করছে।

ভারতীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাস বাহমরে গত শুক্রবার দেশটির পার্লামেন্টে বলেন, ভারত-চীন সীমান্তজুড়ে ৭৩টি রাস্তা নির্মাণকাজ চলছে। এখন পর্যন্ত ২৭টির কাজ শেষ হয়েছে। বাকিগুলো ২০২২ সাল নাগাদ শেষ হবে।

তিনি আরো বলেন, প্রত্যন্ত বন এলাকা, বুনো প্রাণীর কারণে কাজে দেরি হচ্ছে। এছাড়া প্রতিকূল আবহাওয়ার কারণেও কাজে দেরি হচ্ছে। ভারত-চীন সীমান্তজুড়ে চারটি রেললাইন স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি।

ভারতীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরন রিজিজু সম্প্রতি বলেছেন, কাজ করার সময় কম থাকায় নির্মাণকাজে দেরি হচ্ছে। এত উঁচুতে নির্মাণসামগ্রী নিয়ে যাওয়াও দুরূহ ব্যাপার। এসব রাস্তা নির্মাণের জন্য অতিরিক্ত তহবিলও বরাদ্দ করা হয়েছে। ‘বর্ডার রোড অর্গানাইজেশন চিফ ইঞ্জিনিয়ার’ এবং ‘টাস্ক ফোর্স ম্যানেজারকে দ্রুত কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে ডোকলাম সীমান্তে চীন একটি সড়ক নির্মাণ শুরু করলে এ নিয়ে বিরোধ শুরু হয় ভুটানের সঙ্গে। থিম্ফুর অনুরোধে সেখানে সেনা পাঠায় ভারত সরকার। রাস্তা নির্মাণ নিয়ে চীনকে সতর্কতাও দেয় তারা। চীন-ভারত-ভুটানের মধ্যকার ত্রিদেশীয় ডোকালাম সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরোধ আছে পরমাণু শক্তিধর এই দুই দেশের মধ্যে। ৩০ বছর ধরে এ নিয়ে বিবাদে জড়িয়ে আছে তারা। চীনারা ডোকালাম সীমান্তকে ‘ডোংলাং’ নামে আখ্যায়িত করে।

চীন দাবি করেছে, তারা তাদের ভূখণ্ডে রাস্তা নির্মাণ করছে। এতে বাধা দেয়ার কোনো অধিকার ভারতের নেই। অবশ্য ভারতের দাবি, রাস্তা নির্মাণ করা হলে তাদের নিরাপত্তা বিপন্ন হতে পারে। চীন ও ভারতের মধ্যে জম্মু ও কাশ্মির থেকে শুরু করে অরুণাচল পর্যন্ত ৩ হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে সিকিম সেক্টরে রয়েছে ২২০ কিলোমিটার।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও