ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘চাকলাদার নৌকার মাঝি হওয়ার যোগ্যতা হারিয়েছেন’


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, যশোর প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৭, ০৮:৫৩ পিএম
‘চাকলাদার নৌকার মাঝি হওয়ার যোগ্যতা হারিয়েছেন’

যশোর: ‘শোকের মাস এই আগস্টে যুবলীগনেতা অশোকসহ তিনজনকে রক্তাক্ত জখম করে আপনি (শাহীন চাকলাদার) নৌকার মাঝি হওয়ার যোগ্যতা হারিয়েছেন। আপনার হাতে দলের কোনও নেতা-কর্মীরাই নিরাপদ নয়। আপনি বরং ডোঙা প্রতীকের জন্যে চেষ্টা করুন।’

যশোরে সদর উপজেলা ও শহর যুবলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন চাকলাদারকে উদ্দেশ করে নেতারা এসব মন্তব্য করেন।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে যশোর শহরের মণিহার চত্বরে আয়োজিত বিশাল সমাবেশে নেতারা এমন মন্তব্য করে বক্তব্য দিচ্ছিলেন।

যশোর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক বোসসহ তিনজনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম ঘটনার প্রতিবাদে, দোষীদের গ্রেপ্তার এবং অশোকসহ নেতাদের নামে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যুবলীগের দুটি ইউনিট এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

নেতারা বিস্ময় প্রকাশ করে বলেন, একজন সুশিক্ষিত, সন্ত্রাস ও মাদকের বিপক্ষে জেহাদ ঘোষণাকারী, যশোর উন্নয়নের কারিগর সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদকে আপনার অবাঞ্ছিত ঘোষণা করতে চাইছেন। শুনে রাখুন, নাবিল সাহেব বানের জলে ভেসে আসা মানুষ নন। আপনারা যদি এরপরে আমাদের কোনও কর্মীর ওপর হামলা করেন, চোখ রাঙিয়ে কথা বলেন- তাহলে যশোরের শান্তিপ্রিয় মানুষকে সাথে নিয়ে তার দাঁতভাঙা জবাব দেয়া হবে।

শহর যুবলীগের আহ্বায়ক মাহমুদ হাসান মিলুর সভাপতিত্বে সমাবেশে নেতারা আরো বলেন, ১১ আগস্ট আমাদের পূর্বঘোষিত মাসব্যাপী শোক কর্মসূচি বানচাল করতে শাহীন চাকলাদারের আশ্রিত সন্ত্রাসীরাই তাদের খাট ভাঙচুর এবং যুবলীগনেতা অশোক বোস, মমিনুল এবং শ্রমিকলীগ নেতা সেলিম পলাশকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। যা সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে। 

কিন্তু এই ঘটনার বিপরীতে যশোরের পুলিশ উল্টো অশোক, কাউন্সিলর আজিজুল ইসলাম, যুবলীগনেতা সৈয়দ মুনির হোসেন টগর, স্বেচ্ছাসেবকলীগ নেতা লুৎফুল কবীর বিজু, আলাউদ্দিন মুকুলসহ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যশোর কোতোয়ালির থানার ওসি আজমল হুদার অপসারণ দাবি করেন।

সমাবেশ

নেতারা অভিযোগ করেন, যশোরের প্রবেশমুখে সব রাস্তাঘাটের অবস্থা সুন্দর। কিন্তু শহরের ঢোকার পর খানাখন্দকে ভরা। এইসব কাজের টেন্ডার আপনারা দু’ভাই (শাহীন চাকলাদার ও রেন্টু চাকলাদার) ছিনিয়ে নিম্নমানের মালামাল দিয়ে কাজ করান। আপনাদের রয়েছে সন্ত্রাসী বাহিনী, মাদক সিন্ডিকেট। আপনারাই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু, যুবলীগনেতা আলাউদ্দিন মুকুল, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক লুৎফুল কবীর বিজু, পৌর কাউন্সিলর আজিজুল ইসলাম, শহিদুজ্জামান শহিদ, ওলামা লীগ নেতা রিয়াজুল ইসলাম, টিপু সুলতান, মনিরুজ্জামান, ইব্রাহিম হোসেন সোহাগ, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

গোনিউজ২৪/এন

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা