ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চলে যাচ্ছি দূরে, খুঁজে পাবে না আমায়...!


গো নিউজ২৪ | পাপলু রহমান, নিউজরুম এডিটর প্রকাশিত: আগস্ট ১৩, ২০১৭, ০৮:৫৪ পিএম
চলে যাচ্ছি দূরে, খুঁজে পাবে না আমায়...!

তাপস ও তানিয়া

ঢাকা: আঁতেলমার্কা কবিরা প্রেম নিয়ে যাচ্ছেতাই করে গেছেন, যাচ্ছেনও। কেউ আবার চড়া গলায় বলছেন, পরকীয়াই নাকি ‘সেরা’ প্রেম! কোনো কোনো প্রথাবিরোধী লেখক আবার বহুগামীদের উৎসাহ দিয়ে বলেন, সব প্রেমই নাকি প্রথম প্রেম!

আমাদের মধ্যে অনেকেই কিন্তু ছকেবাঁধা সেই বাক্য ছুঁড়ে দিই, ‘প্রেম মানে না কোনো জাতপাত, মানে না কোনো বাধা।’ তাদের ধারণা, প্রেম কেউ করে না, প্রেম নিজেই এসে ঘাড়ের ওপর পড়ে যায়! কারো কারো আবার ঘাড়ও মটকায়!

এদের কথা শুনলে মনে হয়, প্রেমের বুঝি হাত-পা আছে, আছে সূচালো দাঁত, নখ। আর প্রেমিক প্রেমিকারা সেই নখ-দন্তবিশিষ্ট প্রেম দ্বারা নির্যাতিত, শাসিত!

তবে বিশ্বাস করি আর না করি, আঁতেলদের কথাই অনেক সময় বাস্তব হয়ে যায়। এই যেমন বরগুনা পিটিআই’র ছাত্রী তানিয়া আকতার। তার ওপর প্রেম ভর করেছে। ঘাড়ও মটকিয়েছে। তা না হলে সুখের সংসার রেখে শিক্ষক পিটিআই ইন্সট্রাক্টর তাপস ঘরামীর সঙ্গে ভাগতেন?

শিক্ষক তাপস যখন ক্লাস নিতেন তখন ছাত্রী তানিয়া তার ওপর ক্রাশ খাইতেন। আর যায় কোথায়? প্রেম সরাসরি হামলে পড়লো তানিয়ার ওপর। ক্ষতবিক্ষত করে প্রেম আদেশ করলো, তানিয়া তুই তোর শিক্ষককে নিয়ে পালিয়ে যা!! আমি সামলাচ্ছি তোর স্বামীকে!!

এ ঘটনা মাস খানেক আগে গেল ২৬ জুলাইয়ের। সেদিন থেকে শিক্ষকরূপী প্রেমিক তাপস ঘরামী আর ছাত্রীরূপী প্রেমিকা তানিয়া পিটিআই থেকে হাওয়া হয়ে গেলেন।

প্রেমিক তাপস ঘরামীর বাড়ি ঝালকাঠির কীর্তিপাশা ইউনিয়নের শংকর ধবল গ্রামে। বছর দুয়েক আগে বরগুনা পিটিআইতে পিইডিপি-৩ প্রকল্পের আইসিটি ইন্সট্রাক্টর হিসেবে যোগদান করেন। তবে এরই মধ্যে কয়েক দফায় কয়েক তরুণীকে তার প্রেমের কবলে ফেলে ‘জনপ্রিয়’ হয়ে উঠেছেন।

অপরদিকে, বিবাহিতা তানিয়া আকতারের বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়। তিনি স্থানীয় রাণীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বরগুনা পিটিআইতে ১০১৭-১৮ শিক্ষা বর্ষের প্রশিক্ষণ নিতে আসেন।

মাস খানেক হলো দুই প্রেমিক-প্রেমিকা পিটিআই, ক্লাস, ঘরবাড়ি সব ছেড়েছেন। কোথায় গেছেন তা বলতে পারছে না কেউই। আত্মীয় স্বজনরাও তাদের খুঁজে খুঁজে হয়রান।

বরগুনা পিটিআইর ভারপ্রাপ্ত সুপার জাহাঙ্গীর হোসেন জানালেন, দু’জনের কোনো সন্ধান না পেয়ে বরগুনা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

তবে যে যাই বলুক না কেন, আসল খবরটা তো রয়ে গেছে তানিয়ার স্বামী মিজানুর রহমানের হাতেই। তিনি জানালেন, তার প্রিয়তমা স্ত্রী তানিয়া তাকে ছেড়ে চলে যাওয়ার আগে ফোনে ম্যসেজ পাঠিয়েছিলেন। তাতে লিখেছেন, ‘আমি চলে যাচ্ছি দূর অজানার কোথাও। আমাকে খুঁজবে না।’

এ ম্যাসেজ আঁতেল কবিদের কাছে তানিয়ার ভাবমূর্তিকে উজ্জ্বল করে তুললেও স্বামী মিজানের কাছে এটা একটা দীর্ঘশ্বাস।

গোনিউজ/এন

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী