ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্রকে ধ্বংস করতে চাইছে তারা কারা, প্রশ্ন জাজের...


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৭, ০২:৫৪ পিএম আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৭, ০৮:৫৪ এএম
চলচ্চিত্রকে ধ্বংস করতে চাইছে তারা কারা, প্রশ্ন জাজের...

ঢাকা: বেশ কয়েক মাস ধরেই বাংলা চলচ্চিত্রে চলছে অস্থিরতা। যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা হচ্ছে বলেই এমন দ্বন্দ্বমুখরতা তৈরি হয়েছে। চলচ্চিত্রের একাংশ যৌথ প্রযোজনার বিপক্ষে, আরেক পক্ষ যৌথ প্রযোজনার পক্ষে। এই দুই পক্ষের দ্বন্দ্বের মুখে গেল ঈদুল ফিতরের পর যৌথ প্রযোজনা আপাতাত বন্ধ রেখেছে তথ্য মন্ত্রণালয়। নতুন করে খসড়া নীতিমালা দিয়েছে। আর এই নীতিমালাও মানছে না যৌথ প্রযোজনার পক্ষের দলটি।

গেল ঈদুল ফিতরে যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’ ও ‘বস ২’-এর মুক্তি ঠেকাতেই চলচ্চিত্রের ষোলটি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট আন্দোলনে নেমেছিলো। এমনকি এই দুই ছবিসহ যৌথ প্রযোজনার নীতিমালা ভঙ্গকারি আর কোনো ছবি যেনো এদেশে সেন্সর না দেয়া হয় সে বিষয়টি নিয়ে তুমুল আন্দোলন চলে। তাৎক্ষণিকভাবে ছবিটি দুটি দেশের সিনেমা হলে মুক্তি পেলেও পরবর্তীতে নিষিদ্ধ হয় যৌথ প্রযোজনার ছবি বানানো। নতুন নীতিমালা তৈরি হলেই কেবল নতুন করে ফের যৌথ প্রযোজনার ছবি নির্মাণ হতে পারে বলে মত দেয় আন্দোলনকারীরা। আর সে অনুযায়ী এবার তৈর হলো যৌথ প্রযোজনার খসড়া নীতিমালা। 

গেল ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই নীতিমালার উপর জনমত গ্রহণ করেছে তথ্যমন্ত্রণালয়। আর এবার আসবে যৌথ প্রযোজনার চূড়ান্ত নীতিমালা। কিন্তু তার আগেই যৌথ প্রযোজনার খসড়া নীতিমালাটি নিয়ে প্রশ্ন তুলেছে জাজ মাল্টিমিডিয়া। খসড়া নীতিমালাটিতে অসঙ্গতি রয়েছে জানিয়ে ক’দিন আগে তারা একটি বিস্তারিত বিবরণসহ খসড়া পেশ করে তাদের ফেসবুক পেইজ থেকে। আর এবার এই নীতিমালা প্রণয়নে যারা ছিলো তাদেরকে নিয়েও প্রশ্ন তুলেন এই প্রযোজনা প্রতিষ্ঠানটি।   

যৌথ প্রযোজনার ছবি নির্মাণে একজন প্রযোজকই সর্বেসর্বা জানিয়ে জাজ মাল্টিমিডিয়া বলে, যৌথ প্রযোজনায় সিনেমা করবে কি না? বা এই নীতিতে তারা সিনেমা বানাতে পারবে কি না, এই সিধান্ত নিবে একজন প্রযোজক। এই নীতিমালার খসড়া যখন তৈরী করা হয়, সেই কমিটিতে কি কোন প্রযোজক ছিল? ছিল না। এই কমিটিতে ছিল ফারুক সাহেব, গুলজার সাহেবসহ আরও কিছু পরিচালক এবং কিছু সরকারি কর্মকর্তা । এখন প্রশ্ন হল ফারুক সাহেব বা তার সহযোগীরা তো সিনেমা বানাবে না । যে প্রযোজকরা যৌথ প্রযোজনায় সিনেমা বানাবে সেই প্রযোজক বা কোন প্রযোজক কি প্রস্তাবিত নীতিমালা কমিটিতে ছিল?

খসড়া নীতিমালাকে যৌথ প্রযোজনা বন্ধ করে দেয়ার নীতিমালা বলেও ইঙ্গিত দেয় জাজ। তারা এই নীতিমালাকে প্রশ্নবিদ্ধ করে জানতে চায়, খসড়া নীতিমালা তৈরির সময় কোনো প্রযোজক ছিলো না। যদি না থাকে, তাহলে কার জন্য এই নীতিমালা? যৌথ প্রযোজনা বন্ধ করার জন্য এই নীতিমালা? বাংলাদেশের হলগুলি একে একে বন্ধ করার জন্য এই নীতিমালা? এরা কারা? যারা আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করতে চাচ্ছে? চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট সকলের তথা সমগ্র দেশবাসীর উচিত এদেরকে এখনি প্রতিহত করা।

গো নিউজ/এমটিএল

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী