ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘরের মাঠে ব্যাটিংয়ে চিটাগং, শক্তিশালী একাদশ


গো নিউজ২৪ প্রকাশিত: নভেম্বর ২৪, ২০১৭, ০৬:৪৫ পিএম
ঘরের মাঠে ব্যাটিংয়ে চিটাগং, শক্তিশালী একাদশ

টানা তিন ম্যাচ জিতে আসরের শুরুতে চমক দিয়েছিল সিলেট সিক্সার্স। কিন্তু তারপর আর জয়ের দেখাই পেল না! চিটাগং ভাইকিংস তো পুরো বিপিএলে এখন পর্যন্ত জিতেছে মোটে একটি ম্যাচ। এবার কি নিজেদের শহরে ভাগ্য বদলাবে চাটগাঁর দলটির? শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। টস জিতেছে সিলেট। চিটাগংকে ব্যাটিংয়ে পাঠিয়েছে তারা।
.
নাসির হোসেনের সিলেট আসলে টুর্নামেন্ট শুরুর আগে আলোচনায় ছিল না তেমন। আলোচনাটা শুরু জায়ান্ট কিলিং দিয়ে শুরু করে। কিন্তু প্রথম ৩ ম্যাচের ওই জয়ের পরের ৫ ম্যাচের ৪টিতে হেরেছে। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। জয়ের পথে ফিরে আসাটা খুব দরকার সাব্বির রহমানদের দলের।
ওদিকে তামিম ইকবাল এই বছর নিজের শহরের দল চিটাগং ছেড়েছে। দলের ভাগ্যও বুঝি তামিমের সাথে বিদায় নিয়েছে। ভাইকিংসরা ৬ ম্যাচের ৪টিতে হেরেছে। একটি হয়েছে পরিত্যক্ত। আর জয় মাত্র এক ম্যাচে। ঘরের দর্শকদের সামনে তাই সম্মান বাঁচানোর লড়াই নিয়েই এই খেলায় নামতে হচ্ছে তাসকিন আহমেদদের।

চিটাগং ভাইকিংসের একাদশ: 
১) লুক রঞ্চি, 
২) সৌম্য সরকার, 
৩) এনামুল হক,
৪) নাজিবুল্লাহ জাদরান, 
৫) সি জর্ডান, 
৬) সিকান্দার রাজা, 
৭) এস ভ্যান জিল, 
৮) তানবির হায়দার, 
৯) আল আমিন,
১০) সানজামুল ইসলাম ও
১১) তাসকিন আহমেদ।

সিলেটের সম্ভাব্য একাদশ:
১) নাসির হোসেন (অধিনায়ক), 
২) বাবর আজম, 
৩) সাব্বির রহমান, 
৪) ধানুশা গুনাথিলাকা, 
৫) নুরুল হাসান,  
৬) টিম ব্রেসনান, 
৭) লিয়াম প্লানকেট, 
৮) আন্দ্রে ফ্লেচার, 
৯) তাইজুল ইসলাম, 
১০) আবুল হাসান ও 
১১) শুভাগত হোম।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ