ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘরের বারান্দায় স্ত্রীর, গাছে স্বামীর লাশ


গো নিউজ২৪ প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০১৭, ১২:০৯ পিএম
ঘরের বারান্দায় স্ত্রীর, গাছে স্বামীর লাশ

রাজশাহী: রাজশাহীর বাঘায় স্ত্রীকে হত্যা করে স্বামী আত্মহত্যা করেছে। বুধবার রাতে উপজেলার পাকুড়িয়া মালিথাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মৃত রয়েদ আলীর ছেলে আব্দুল মান্নান (৪৭) ও তার স্ত্রী রুনি খাতুন (৩৭)।

নিহত রুনি খাতুনের লাশ ঘরের বারান্দার চকির উপরে ও আব্দুল মান্নানের লাশ বাড়ি থেকে ৪০ থেকে ৫০ গজ দূরে মঞ্জুরুল ইসলামের লিচু বাগানে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। 

ওই দম্পত্তির ছোট ছেলে সাবিদ (১৩) জানান, তার দাদা রয়েদ আলী ৩৮ দিন আগে মারা গেছেন। দাদার চল্লিশা করার জন্য আত্মীয়-স্বজন ও গ্রামের লোকজনদের দাওয়াত দিয়েছিলেন তার বাবা। এ বিষয় নিয়ে বুধবার রাতে বাবা-মায়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তারা এক ঘরে ঘুমাতে যায়।

বাবা-মা এক ঘরে ঘুমায়। সে তার দাদীর সঙ্গে অন্য এক ঘরে থাকে। গভীর রাতে মায়ের চিৎকারে তাদের ঘুম ভেঙে যায়। পরে দাদীকে সঙ্গে নিয়ে সে বেরিয়ে এসে দেখে যে বাড়ির বারান্দায় একটি চকির উপরে তার মা শুয়ে আছে। এত রাতে বাড়ির বাইরে বারান্দায় চকিতে মাকে শুয়ে থাকতে দেখে তারা দুই জন অবাক হয়। ওই সময় তারা আব্দুল মান্নানকে বাড়িতে পাননি। অনেক ডাকার পরে রুনি খাতুন সাড়া না দিলে প্রতিবেশীদের সহযোগিতায় রুনি খাতুনকে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সাবিদ আরও জানায়, তারা দুই ভাই। বড় ভাই আবু রায়হান কলেজে পড়েন। ঘটনার রাতে তার বড় ভাই নানী বাড়িতে অবস্থান করছিলেন।  

বাঘা থানা পুলিশ ও স্থায়ীরা জানান, ঘটনার পর থেকে আব্দুল মান্নানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে গ্রামের নিত্য নামে এক ব্যক্তি পাশের মঞ্জুরুল ইসলামের লিচু বাগানে একটি গাছে আব্দুল মান্নানকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। স্থানীয়দের ধারণা প্রথমে স্ত্রীকে হত্যা করে আব্দুল মান্নান আত্মহত্যা করেছে। 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, লাশ দুটো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত করা হবে। এর পরেই বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।  

গোনিউজ/এমবি

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়