ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্রেপ্তারের পর ইরাদ চার দিনের রিমান্ডে


গো নিউজ২৪ | গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০১৭, ০৮:২৫ পিএম
গ্রেপ্তারের পর ইরাদ চার দিনের রিমান্ডে

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার উসকানি ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগে বিএনপির সাবেক নেতা তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মো. খুরশিদ আলম এ রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের সেপ্টেম্বরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বাদী হয়ে ইরাদ আহমেদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে এ মামলাটি করেন।

৪৫ বছর বয়সী চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী বিএনপির সাবেক নেতা তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে সিম, মোবাইল, ম্যাক বুক ও ল্যাপটপ উদ্ধার করা হয় এবং ফেসবুক আইডিগুলো জব্দ করা হয়।

এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রাজধানীর কোতোয়ালি থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক শওকত আলী সরকার চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে আদালতে হাজির করেন। একই সঙ্গে ঘটনার রহস্য উদ্‌ঘাটনের জন্য ইরাদ আহমেদকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

এতে বলা হয়েছে, বুধবার দিবাগত ভোররাত ৪টা ৫০ মিনিটের দিকে বিদেশে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসামি চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। আসামি নিজের ফেসবুক আইডির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গচিত্রের মাধ্যমে কটূক্তি করেন। একই সঙ্গে শেখ হাসিনাকে হত্যার হুমকিও দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শওকত আলী সরকার আদালতকে জানিয়েছেন, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে গাজীপুর, চট্টগ্রাম, ঝালকাঠি ও কুড়িগ্রামে চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গোনিউজ২৪/এম

আইন-আদালত বিভাগের আরো খবর
জামিন পেলেন মামুনুল হক

জামিন পেলেন মামুনুল হক

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

নোবেলজয়ী  ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

নোবেলজয়ী ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড