ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রেপ্তার জামায়াত নেতার মৃত্যু, রিমান্ডে ৫ জন


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৭, ১১:০৩ এএম
গ্রেপ্তার জামায়াত নেতার মৃত্যু, রিমান্ডে ৫ জন

রংপুর: রংপুরের ঠাকুরপাড়া এলাকার হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ, হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার জামায়াত নেতা জয়নাল আবেদীন (৬৫) মারা গেছেন।

রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জয়নাল আবেদীন গোপালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ছিলেন।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার সালাম মোরশেদ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাতে জয়নাল আবেদীন গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগার থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ধর্মীয় অবমাননাকর’ ছবিসহ স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে ১০ নভেম্বরের বিক্ষোভ মিছিল থেকে ঠাকুরপাড়ার হিন্দুদের বাড়িঘরে সংঘটিত অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের মামলায় ১৭ নভেম্বর শুক্রবার মধ্যরাতে পুলিশ তাকে অসুস্থ অবস্থায় গ্রেপ্তার করে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠায়।

জয়নাল আবেদীনের মেয়ে মুন্নী বেগম জানান, তাদের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কিশামত বসন্তপুর গ্রামে। তার বাবা গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমির ছিলেন। তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ঠিক মতো দাঁড়াতেও পারতেন না। শুক্রবার মধ্যরাতে পুলিশ তাকে বাড়ি থেকে অসুস্থ অবস্থায় গ্রেপ্তার করে।

মুন্নী বেগম জানান, শনিবার রাতে তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে কারাগার থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান তিনি।

এদিকে ঠাকুরপাড়ার ওই ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় জামায়াত নেতা সিরাজুল ইসলাম, জিল্লুর রহমান ও আমিনুর রহমানকে চার দিনের আর রাশেদুল ইসলাম ও আলিম উদ্দিনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বিকেলে রংপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তারিকউল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই ফেরদৌস আলী জানান, ঠাকুরপাড়ায় হামলার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় ওই পাঁচ আসামিকে ঘটনার পরেই গ্রেপ্তার করা হয়েছিল।

অন্যদিকে হামলার ঘটনা তদন্তের জন্য জেলা প্রশাসনের গঠিত কমিটি তদন্ত সম্পন্ন করার জন্য আরও সাত দিন সময় চেয়েছে। তদন্ত কমিটির সদস্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, ঘটনার পর পরই সাত দিনের সময় দিয়ে এডিএম আবু রাফা মোহাম্মদ রাকিবকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত প্রতিবেদন দেয়ার শেষ দিন ছিল রোববার। তদন্ত শেষ করতে না পারায় আবারো সাত দিন সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, ফেসবুকে টিটু রায় নামে এক যুবকের ‘ইসলাম অবমাননাকর’ স্ট্যাটাসের জেরে গত ১০ নভেম্বর রংপুরের পাগলাপীরে সলেয়াশ ও ঠাকুরপাড়া গ্রামে রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটে। এসময় পুলিশের গুলিতে নিহত হন একজন। কমপক্ষে ১৩ জন গুলিবিদ্ধসহ আহত হন ২৫ জন। হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে কয়েকটি হিন্দু বাড়িতে। 

গোনিউজ/এমবি

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা