ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গেইল-ম্যাককালামদের সামনে খুলনার চ্যালেঞ্জিং টার্গেট


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: নভেম্বর ২৪, ২০১৭, ০৩:৪৪ পিএম আপডেট: নভেম্বর ২৪, ২০১৭, ০৯:৪৪ এএম
গেইল-ম্যাককালামদের সামনে খুলনার চ্যালেঞ্জিং টার্গেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় পর্বের শুরুতেই পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থাকা মাশরাফীর রংপুর রাইডার্সকে ১৫৯ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে টেবিলের তিন নম্বরে থাকা মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে খুলনা।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনার শুরুটা ভালো ছিল না। আক্রমণাত্মক মেজাজে শুরু করা রোসো চার-ছক্কায় চট্টগ্রামের দর্শকদের মাতালেও টিকতে পারেননি বেশিক্ষণ। সোহাগ গাজীর বলে বোল্ড হওয়ার আগে ৪ বলে করেন ১১ রান। খানিকপর ৯ রান করা আফিফকে বোল্ড করেন রুবেল। নাজমুল হোসেন শান্তও টিকতে পারেননি। ভালো ইনিংসের ইঙ্গিত দিলেও এই ব্যাটসম্যান ফেরেন ২০ বলে ২০ রান করে।

এরপর নিকোলাস পুরানকে সঙ্গী করে খুলনাকে চাপ থেকে টেনে তোলেন মাহমুদউল্লাহ। পুরান ২০ বলে ১৬ রান করে আউট হলেও মাহমুদউল্লাহ এগিয়ে নিচ্ছেন দলকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে খুলনা টাইটানস-রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে। শুক্রবার দুপুরের এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে খুলনা। ঢাকা পর্বে টানা দুই ম্যাচ জিতে মুখোমুখি হয়েছে দল দুটি।

ঢাকার প্রথম পর্বটা দারুণ কেটেছে খুলনার। চিটাগং ভাইকিংসের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও পরের ম্যাচে মাহমুদউল্লাহরা হেরে গিয়েছিল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। পরের ম্যাচ আবার পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। এরপর টানা দুই ম্যাচ জিতে পা রেখেছে চট্টগ্রামে। রংপুর ঢাকা পর্বে টানা দুই হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতে নিয়েছে পরের দুই ম্যাচ।

খুলনার একাদশে তিনটি পরিবর্তন এসেছে। পেসার শফিউল ইসলামকে বসিয়ে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে দলে নেওয়া হয়েছে। এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান চ্যাডউইক ওয়ালটনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন  নিকোলাস পুরানকে। প্রথমবারের মতো একাদশে জায়গা পেলেন এই ক্যারিবিয়ান। সেক্কুগে প্রসন্নও বাদ পড়েছেন রংপুরের বিপক্ষে, তার জায়গায় ফিরেছেন জোফরা আর্চার।

খুলনা টাইটান্স একাদশ: নিকোলাস পুরান, রাইলি রোসো, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, কার্লোস ব্রাথওয়েট, নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক, জোফরা আর্চার, তানভীর ইসলাম, জুনায়েদ খান, আবু জায়েদ।

রংপুর রাইডার্স একাদশ: ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ মিথুন, ফজলে রাব্বি, মাশরাফি বিন মুর্তজা, রবি বোপারা, থিসারা পেরেরা, নাজমুল ইসলাম, লাসিথ মালিঙ্গা, সোহাগ গাজী, রুবেল হোসেন।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ