ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গৃহবধূকে পিটিয়ে ‘হত্যা’, লাশ প্রেসক্লাবে


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেট, যশোর প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ০৬:২৫ পিএম আপডেট: জুলাই ২৫, ২০১৭, ১২:২৫ পিএম
গৃহবধূকে পিটিয়ে ‘হত্যা’, লাশ প্রেসক্লাবে

যশোরের মনিরামপুরে গৃহবধূ রুমা খাতুনকে (২৫) পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূর লাশ নিয়ে স্বজনরা যশোর প্রেসক্লাব চত্বরে অবস্থান করে ‘হত্যাকারীদের’ শাস্তি দাবি জানান। 

এর আগে রোববার বিকেলে মনিরামপুরের শয়লা গ্রামে স্বামীর বাড়িতে তার মৃত্যু হয়। সোমবার পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

রুমা খাতুন মনিরামপুরের শ্যামকুড় দক্ষিণপাড়ার মৃত ইজ্জত আলীর মেয়ে। তার তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এছাড়া তিনি চার মাসের অন্তঃসত্ত্বা বলে স্বজনরা জানিয়েছেন।

রুমার চাচাতো ভাই শ্যামকুড় গ্রামের শহিদুল ইসলাম বলেন, ‘ছয় বছর আগে শয়লা গ্রামের আশরাফ আলীর ছেলে সাগরের সঙ্গে রুমার বিয়ে হয়। সাগর ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতো। বিয়ের পর থেকে সাগর একটি মোটরসাইকেলসহ পাঁচ লাখ টাকার মালামাল যৌতুক নিয়েছে। সম্প্রতি সাগর আরও ৩০ হাজার টাকা যৌতুক দাবি করে। এ টাকার দাবিতে রুমাকে শারীরিক নির্যাতন করতো।

এছাড়া সাগর অন্য একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ নিয়ে রুমা ও সাগরের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এরই জের ধরে রোববার দুপুরে রুমাকে মারপিট করে শ্বাসরোধে হত্যা করে সাগর। তবে ঘটনা ধামাচাপা দিতে রুমার মুখে কীটনাশক ঢেলে ‘আত্মহত্যা করেছে’ বলে প্রচার চালায়। এরপর মনিরামপুর থানা পুলিশকে খবর দিলে সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।

ময়নাতদন্তের পর মঙ্গলবার দুপুরে রুমার লাশ নিয়ে যশোর প্রেসক্লাবের সামনে অবস্থান নেন স্বজনরা। তারা হত্যার প্রকৃত দোষীকে শাস্তির দাবি করেন।

শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, ‘আমি মনিরামপুর থানায় গিয়ে হত্যা মামলার এজাহার দিলেও পুলিশ এটিকে হত্যা মামলা হিসেবে রেকর্ড করেনি। তাই বুধবার আদালতে পিটিশন মামলা করা হবে।’

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে যদি হত্যার অভিযোগ প্রমাণিত হয় তাখন হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হবে।

গো নিউজ২৪/এমবি


 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা