ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র বনশ্রী


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: আগস্ট ৪, ২০১৭, ০৭:৫৮ পিএম
গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র বনশ্রী

ঢিল ছুঁড়ছে স্থানীয়রা

ঢাকা: রাজধানীর বনশ্রীতে গৃহকর্মীর লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে বনশ্রীর জি ব্লকের চার নম্বর রোড এলাকা। গৃহকর্তার বাড়িতে হামলার পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়ায় স্থানীয়রা। পুড়িয়ে দেয়া হয়েছে বাড়ির সামনে রাখা গাড়ি।

আত্মহত্যা নয়, গৃহকর্মীকে হত্যা করা হয়েছে- এমন অভিযোগ তুলে স্থানীয়রা বিক্ষোভ করছে। সেই সঙ্গে ওই গৃহকর্তার বাড়িটি ঘিরে রেখেছে বিক্ষোভকারীরা।

পুলিশ বাড়ির মালিক মুন্সী মইন উদ্দিন ও দারোয়ানকে আটক করেছে। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

শুক্রবার (৪ আগস্ট) সকালে বনশ্রীর জি ব্লকের জনৈক মুন্সী মইন উদ্দিনের বাসা থেকে লাইলী আক্তার (২৫) নামে গৃহকর্মীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে লাইলী আক্তারের মৃত্যুর খবর জানাজানি হলে তাকে কুপিয়ে হত্যার গুজব ছড়িয়ে পড়ে। এরপর বিকেলে এলাকাবাসী মইন উদ্দিনের সাত তলা বাড়ির সামনে জড়ো হতে থাকে। তারা বাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকে।

এক পর্যায়ে উত্তেজিত জনতা মুন্সী মইন উদ্দিনের বাড়ির ফটক ভাঙার চেষ্টা করেন। এসময় তারা বাড়ির সামনে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।  

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে- এমন খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে উত্তেজিত জনতা তাদের গাড়িকেও বাধা দেয়। 

এসময় পুলিশ বাড়ির সামনে থেকে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে শুরু হয় ধাওয়া পাল্টাধাওয়া। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলতে থাকে। এক পর্যায়ে পুলিশ টিয়ার শেলও ছোড়ে। এর মধ্যে পুলিশ বাড়ির মালিক মুন্সী মইন উদ্দিন ও দারোয়ানকে আটক করে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা

এর আগে দুপুরে ঢামেক হাসপাতালে অবস্থান করার সময় পুলিশের কাছে দাবি করেছেন, প্রতিদিনের মতোই আজ সকালে বাসায় কাজ করতে আসে লাইলী। তবে আজ এসেই একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ডাকাডাকির পর দরজা না খোলায় বাড়ির ম্যানেজার এসে দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। এসময় লাইলীকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখা যায়।

নিহত লাইলী আক্তার কুড়িগ্রামের ফুলবাড়ীয়া উপজেলার আজুয়াটালীর বাসিন্দা। রাজধানীর বনশ্রীর হিন্দুপাড়া বস্তিতে থাকতেন। সেখান থেকেই প্রতিদিন মইন উদ্দিনের বাসায় কাজ করতে যেতেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, গৃহকর্মী লাইলী আক্তারের গলায় কালো দাগ ছিল। তবে শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি।

খিলগাঁও থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, তারা উত্তেজিত জনতাকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

গোনিউজ২৪/এন

অপরাধ চিত্র বিভাগের আরো খবর
মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার