ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গানের স্কুলে নারকীয় যৌন নির্যাতনের শিকার বহু কিশোর


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১৯, ২০১৭, ০৪:২৮ পিএম আপডেট: জুলাই ১৯, ২০১৭, ১০:৪২ এএম
গানের স্কুলে নারকীয় যৌন নির্যাতনের শিকার বহু কিশোর

জার্মানের একটি গানের স্কুলে বহু ছেলে নারকীয় যৌন নির্যাতনের শিকার হওয়ার খবর পাওয়া গেছে।  দেশটির এক বিশ্বখ্যাত গানের স্কুলের ওপর চালানো এক তদন্তে দেখা গেছে, গত প্রায় ৫০ বছরে পাঁচশোরও বেশি শিক্ষার্থী বালকের ওপর শারীরিক কিংবা যৌন নির্যাতন চালানো হয়েছে।

এই ৫০ বছরের বেশিরভাগ সময়ই ঐ স্কুলটির ছেলেদের সমবেত-সঙ্গীতের দল বা 'কয়ার' চালাতেন জর্জ রাৎসিঙ্গার - যিনি সাবেক পোপ ১৬শ বেনেডিক্ট-এর ভাই। জর্জ রাৎসিঙ্গার এসব নিপীড়নের অভিযোগের কথা অস্বীকার করে বলেছেন, তিনি এ ব্যাপারে কিছু জানেন না। রাজেন্সবার্গ ডমস্পাটজেন নামের এই রোমান ক্যাথলিক স্কুলের সঙ্গীত দলটি ১০০০ বছরেরও বেশি পুরোনো।

রিপোর্টে বলা হয়, ১৯৪৫ থেকে ১৯৯০এর দশক পর্যন্ত অল্পবয়েসী ছেলেদের ওপর শারীরিক নির্যাতন এবং কোন কোন ক্ষেত্রে যৌন নিপীড়ন চালানো হয়েছে। এর শিকার যারা হয়েছেন, তারা বলেছেন তাদের অভিজ্ঞতা ছিল 'নারকীয়, একটি কারাগার বা কনসেনট্রেশন ক্যাম্পের মতো।' মোট ৪৯ জন ক্যাথলিক চার্চ সদস্য এই নির্যাতন চালায়।

তদন্ত পরিচালনাকারী উলরিখ ওয়েবার বলেছেন, তিনি ৬৭টি যৌন নিপীড়নের ঘটনা জানতে পেরেছেন। তিনি বলেন, 'মুখ বন্ধ রাখার সংস্কৃতির আড়ালে' এসব ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন. নির্যাতনকারীদের তিনি সনাক্ত করতে পেরেছেন, কিন্তু এসব ঘটনা এত আগে ঘটেছে যে তাদের বিরুদ্ধে এখন আর ফৌজদারি অভিযোগ আনা যাবে না।

এর আগে ২০১০ সালে এই কয়ারে ব্যাপক যৌন নির্যা্তন চালানোর অভিযোগ ওঠে। পরে ২০১৬ সালে এক রিপোর্টে বলা হয় এসময় ২৩১টি শিশু যৌননিপীড়নের শিকার হয়। শিকারদের এর আগে ক্ষতিপূরণ দেবার প্রস্তাবও দেয়া হয়েছিল।

সাম্প্রতিক বছরগুলোতে অন্তত ১২টি দেশে ক্যাথলিক চার্চে যৌন নির্যাতনের ঘটনা নিয়ে বেশ কয়েকটি কেলেংকারি হয়। জাতিসংঘ এ নিয়ে ভ্যাটিকানের বিরুদ্ধে অভিযোগ তোলে। বর্তমান পোপ নিজেও এ নিয়ে কথা বলেছেন।-ডয়েচেভেলে


গো নিউজ২৪/এএইচ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও